বার্সেলোনা, ১৮ আগস্ট- ফের জঙ্গি হামলায় রক্তাক্ত ইউরোপের রাজপথ। এবারও সেই একই কায়দায় অর্থাৎ গাড়ি চাপা দিয়ে মানুষ মারার প্রক্রিয়া। ঘটনাস্থল স্পেনের বার্সেলোনা৷ স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট, পথচারীদের উপর দিয়ে প্রবল গতিতে ভ্যান চালিয়ে দেওয়া হয়েছে। এই হামলায় ১৩ জন নিহত ও ১০০ জন আহত হয়েছে। স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, নিহতের সংখ্যা আরও বাড়বে। জঙ্গি হামলায় নিহতদের পরিবারে পাশে দাঁড়িয়েছেন ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বার্সেলোনা থেকে ৭০ মাইল দুরে লস রামব্লাসে এই ঘটনাটি ঘটেছে৷ এই ঘটনার নিন্দা করেছেন বার্সার রাজপুত্র মেসি৷ নিহতদের পরিবারকে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় মেসি পোষ্ট করেন,আমাদের প্রিয় বার্সেলোনার উপর এই আঘাতে আমাকে অত্যন্ত ব্যাথিত করেছে। যারা এই হামলায় প্রান হারিয়েছেন তাদের পরিবারকে সবরকম সাহায্য করতে আমি প্রস্তুত। যারা আমাদের এই শান্তি নষ্ট করতে চায় তারা জেনে নিন আমরা লড়াই করতে প্রস্তুত। রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করেছেন, এই খবর আসার পর থেকেই মনে ভয় অনুভব করছি। জঙ্গি হামলায় নিহত পরিবারের পাশে আমি সবসময় থাকবো। মৃতদের পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় রাফায়েল নাদালও। মৃতদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য রবিবার লা লিগার প্রথম ম্যাচে কালো আর্ম ব্র্যান্ড লাগিয়ে মাঠে নামবে টিম বার্সা।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fQxToA
August 18, 2017 at 07:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top