কলকাতা, ০২ অগাষ্ট- বিগত প্রায় ৫০ দিনেরও বেশি সময় থেকে অবরুদ্ধ হয়ে আছে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা। সেই এলাকা স্বাভাবিক করতে শুধু গোর্খা জনমুক্তি মোর্চা নয়, পাহাড়ের সব দলকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, এখন পাহাড়বাসীদের অনেকের বুক ফাটলেও মুখ ফুটে তারা কিছু বলতে পারছেন না। এই ভোগান্তি দূর করতে পাহাড়ের সব দলকে আগে জনজীবন স্বাভাবিক রাখার ব্যবস্থা করতে হবে। দার্জিলিংয়ের জনজীবন স্বাভাবিক করে পাহাড়ের দলগুলি যদি তাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনায় বসতে চায়, তা হলেও তিনি রাজি। গত ১২ জুন থেকে দার্জিলিংয়ে চলছে অনির্দিষ্টকালের বনধ। বনধ শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ঘোষণাকে ঘিরে। মমতা ঘোষণা দিয়েছিলেন, পশ্চিমবঙ্গের সব বিদ্যালয়ে বাংলা পড়তে হবে। এরপরই পাহাড়ের গোর্খা জনমুক্তি মোর্চা মমতার এই ঘোষণা প্রত্যাহারের দাবিতে শুরু করে আন্দোলন। পরবর্তী সময় এই আন্দোলন পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের আন্দোলনে পরিণত হয়। সেই আন্দোলন এখনো চলছে। এই অনির্দিষ্টকালের অবরোধ আজ বুধবার ৫২ দিনে পড়েছে। আর/১০:১৪/০২ আগষ্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wmdSJv
August 03, 2017 at 05:06AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন