শিলছার, ০২ আগস্ট- ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের এক মুসলিম ছাত্রনেতাকে গুলি করে হত্যা করেছে কয়েকজন বন্দুকধারী। ওই ছাত্রনেতার নাম লাফিকুল ইসলাম। তিনি স্বশাসিত বোড়োল্যান্ড এলাকার মুসলিম ছাত্র ইউনিয়নের (এবিএমএসইউ) সভাপতি ছিলেন। মঙ্গলবার বিকালে লাফিকুল ইসলামকে কোকরাঝাড় শহরের খুব কাছে তিতাগুড়ি বাজারে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, লাফিকুল ইসলাম যখন একটি দোকানে বসেছিলেন, সেই সময়ে মোটরবাইকে করে এসে দুই বন্দুকধারী গুলি চালায় তার মাথা লক্ষ্য করে। ঘটনাস্থলেই মারা যান তিনি। দুই বন্দুকধারীরই মাথায় হেলমেট পরা ছিল। এই হত্যাকাণ্ডের পরেই সেখানকার ছাত্র ইউনিয়নের সদস্য-সমর্থকরা বিক্ষোভ শুরু করেছেন। পুলিশ বলছে যদিও কারা এই হত্যাকাণ্ড ঘটালো, তার আন্দাজ এত তাড়াতাড়ি করা কঠিন, তবে ব্যক্তিগত শত্রুতার জেরেও এই ঘটনা হয়ে থাকতে পারে। বোড়োল্যান্ড এলাকার এক সিনিয়ার পুলিশ আধিকারিক জানিয়েছেন, জঙ্গি সংগঠনগুলোকে এখন জঙ্গলের ভেতরে ঠেলে দেয়া হয়েছে নিয়মিত অপারেশনের মাধ্যমে। তাদের এতটা সাহস হবে না যে শহরে এসে এই ঘটনা ঘটিয়ে চলে যাবে। যেহেতু মাথায় হেলমেট পরা ছিল, তাই দুষ্কৃতিরা পরিচয় গোপন করতে চেয়েছিল বলেও সন্দেহ ওই পুলিশ কর্মকর্তার। লাফিকুল ইসলাম বোড়োল্যান্ড অঞ্চলের মুসলিমদের স্বার্থ নিয়ে সবসময়েই সরব ছিলেন। কয়েকবছর আগে একের পর এক বোড়ো-মুসলমান দাঙ্গা চলাকালীন লাফিকুল ইসলামই ওই অঞ্চলের মুসলমানদের প্রতিনিধিত্বকারী কন্ঠ হয়ে উঠেছিলেন। তার মৃত্যুর পরে আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয়, তার দিকে নজর রাখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। বিবিসি এমএ/ ১১:১৩/ ০২ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vtJhxt
August 03, 2017 at 05:14AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন