মুম্বাই, ০১ আগষ্ট- বেশ কয়েকবার বডি শেমিং তথা সোশ্যাল মিডিয়ায় হেনস্তার শিকার হতে হয়েছে বলিউডের অভিনেত্রীদের। ইন্টারনেটে ছবি আপলোড করে বিপাকে পড়েছেন অনেকেই। শিকার হয়েছেন নেটিজেনদের কুমন্তব্যের। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে অভিনেত্রী কৃতি স্যাননের সঙ্গে। টুইটারে তাঁর বন্ধু অর্জুন কাপুর ও ইলিয়ানা ডিক্রুজের নতুন ছবি মুবারকা-র হাওয়া হাওয়া গানে একটি নাচের ভিডিও আপলোড করেন তিনি। তাঁর সেই নাচকে টুইটারে ব্যঙ্গ করেন অভিনেত্রী বৈরভী গোস্বামী ও কামাল আর খান। তাঁর নাচ দেখে তাঁকে পাগলের সঙ্গে তুলনা করেন কেআরকে। আর তাঁর চেহারা নিয়ে কুমন্তব্য করেন বৈরভী। কলেজ স্টুডেন্টের থেকেও তাঁকে দেখতে খারাপ বলে মন্তব্য করেন তিনি। Ye Dekho Kiriti Bechari, Raabta Ke flop Hone Ke Baad, mentally disturb Ho Gayee hai! http://pic.twitter.com/obW2MvRk42 KRK (@kamaalrkhan) July 22, 2017 she is really behaving like a deranged woman. How did she become an actress. No headlight, no bumper😳. Even college students look better https://t.co/SAPEuv80sc Bhairavi Goswami (@bhairavigoswami) July 22, 2017 তবে শুধু কৃতিই নয়, কিছুদিন আগে দীপিকা পাড়ুকোনও শিকার হন বডি শেমিংয়ের। এক ফ্যাশন ম্যাগাজিনের জন্য ফটোশুট করেন তিনি। আর সেই ছবি স্যোশাল সাইটে আপলোড করার পরই তাঁর ছবিতে আসতে থাকে নানা ধরনের মন্তব্য। অপুষ্টিতে ভুগছেন বলে কেউ কটাক্ষ করেন, আবার কেউ কেউ তাঁকে ভাল খাওয়া দাওয়ার পরামর্শ দেন নায়িকাকে। @vanityfair @vanityfairuk A post shared by Deepika Padukone (@deepikapadukone) on Jul 12, 2017 at 10:00pm PDT বাদ যাননি ভারতের এই মুহূর্তের অন্যতম আন্তর্জাতিক অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। তাঁর চ্যাপ্টা নাকের জন্য অনেক সময়ই নেটিজেনরা তাঁকে কুৎসিত আখ্যা দিয়েছে। কিছুদিন আগেই মুখের একটি ক্লোজ সেলফি আপলোড করেন পিসি। সেই ছবিতেই নানা মন্তব্য করেন অনেকে। এবছর ফিল্মফেয়ারের মঞ্চে প্রথমবার উপস্থিত হন অভিনেত্রী দিশা পাটানি। জীবনের প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য একটি ব্ল্যাক গাউনই বেছে নেন অভিনেত্রী। কিন্তু সেই পোশাকের জন্যই ইন্টারনেটে ট্রোল করা হয় তাঁকে। লো নেকলাইনে দিশার বক্ষ বিভাজিকা নিয়ে কুরুচিকর মন্তব্য করেন অনেকে। তবে দীপিকা ও প্রিয়াঙ্কা যেমন বিষয়টিকে পাত্তাই দেননি, অন্যদিকে সোশ্যাল সাইটে এই মন্তব্য নিয়ে সরব হন দিশা। #Repost @instantbollywood with @repostapp ・・・ Disha Patani looks pretty in Black for the Jio Filmfare Awards last night @InstantBollywood ❤❤❤ . . #dishapatani #bollywood #jiofilmfareawards #filmfareawards2017 A post shared by disha patani (paatni) (@dishapatani) on Jan 16, 2017 at 7:22pm PST সোশ্যাল মিডিয়ায় বডি শেমিংয়ের এই ঘটনায় রীতিমতো বিব্রত অভিনেত্রীরা। পর্দার নায়িকা হিসেবে তাঁরা যে দূরত্বে থাকেন, সোশ্যাল মিডিয়া তা মুছে দিয়েছে। আর তাই অবদমিত সমস্ত কামনার প্রকাশ হয়ে পড়ছে এই মাধ্যমে, এমনটাই মত বিশেষজ্ঞদের। এই রুচির তারতম্য যে আগেও ছিল না এমনটা নয়। কিন্তু সোশ্যাল মিডিয়া যেন হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে। আর সে কারণেই বারবার হেনস্তার শিকার হচ্ছেন নায়িকারা। আর/১০:১৪/০১ আগষ্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2w2X6zU
August 02, 2017 at 04:35AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তুর্কি সিরিজ আরতুগ্রুলে মজেছেন ভারতের মুসলিমরা
07 Oct 20200টিমুসলিম বিশ্বে দারুণভাবে সাড়া ফেলে তুরস্কের টিভি সিরিজ দিরিলিস: আরতুগ্রুল। এখন কাশ্মীরসহ ভারতের মুসলি...আরও পড়ুন »
আবারো ভাইরাল শাহরুখকন্যার ছবি
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- উষ্ণতায় ভরা চোখ ঝলসানো ছবি শেয়ার করে ফের ভাইরাল হলেন বলিউড বাদশাহর কন্যা সুহানা ...আরও পড়ুন »
এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তা...আরও পড়ুন »
প্রায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- ৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্...আরও পড়ুন »
কাজলের বাগদান সম্পন্ন, বিয়ের পিঁড়িতে বসছেন ৩০ অক্টোবর
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন শোনা ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.