ওয়েব ডেস্ক, ১৭ আগস্টঃ মহানন্দার জলে ভাসছে ইংলিশবাজার পুরসভার বহু এলাকা। বৃহস্পতিবার ভোররাত থেকে জল ঢুকছে ৮,৯, ১২,১৩ ও ২১ নম্বর ওয়ার্ডে। চরম বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে মহানন্দা। নদীতে লাল সংকেত জারি করা হয়েছে। শুধু ইংলিশবাজার পুর এলাকা নয়, মহানন্দা ভয়ংকর চেহারা নিয়েছে গোটা জেলাতেই। গাজোলের শতাধিক গ্রাম জলের তলায়। ৮১ নম্বর জাতীয় সড়কের ধারে আলালের বিস্তীর্ণ এলাকা চাষের জমি ডুবে গিয়েছে। গ্রামবাসীরা ঘরবাড়ি ছেড়ে সরে যাচ্ছেন।
গতকাল রাত থেকেই হু হু করে বাড়তে শুরু করেছে মহানন্দার জল। মালতিপুরের খানপুরে মাস্টার প্ল্যানের বাঁধ কেটে জল ঢুকতে শুরু করায় পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে গিয়েছে। জালালপুর, সামসি, ভাদো, শ্রীপুর ১ ও ২, চাঁদমুনি ১ ও ২ প্রভৃতি গ্রাম পঞ্চায়েতে মহানন্দার জল ঢুকেছে। ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে এইসব এলাকায়।
ছবিঃ ইংলিশবাজারের ১২ নম্বর ওয়ার্ডে ভোররাতে জল ঢুকল। -অমল রজক
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2fMmbLF
August 17, 2017 at 10:14AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন