স্কুল শিক্ষার্থীদের নিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মশালা

প্রবাসে গিয়ে নিখোঁজ স্বজন বা বাংলাদেশীকে খুঁজে বের করে পরিবারের মাঝে ফিরিয়ে আনতে করণীয় সর্ম্পকে অবগত করতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি,চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের আয়োজনে মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অর্ধদিবসব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। রেডক্রিসেন্ট সোসাইটি,চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক হাসান মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হরিমোহন সরকারি উচ্চবিদ্যায়ের প্রধান শিক্ষক মইনুল হক, রেডক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরের ফিল্ড অফিসার ও প্রশিক্ষক মাহবুবুল হক, চাঁপাইনবাবগঞ্জ ইউনিট উপ-পরিচালক নাজমুল শাহাদাত, চাঁপাইনবাবগঞ্জ যুব রেড ক্রিসেন্ট প্রধান আব্দুর রাকিব প্রমূখ।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন বিভাগের সহায়তায় শহরের ৫টি উচ্চ বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থী ও সংশ্লিস্ট শিক্ষকরা কর্মশালায় অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৮-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2ub48RL

August 05, 2017 at 12:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top