শাহী ঈদগাহে অবৈধ দুই গরুর হাটের লোকজনের মধ্যে সংঘর্ষে আহত ১২

নিজস্ব প্রতিনিধি:: সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকার পাশাপাশি দু’টি গরুর হাটের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এসময় দুই পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সোমবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে এক হাটের গরু আরেক হাটের লোকজন আটকে দেওয়ার অভিযোগে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

জানা যায়, শাহী ঈদগাহের সদর উপজেলা খেলার মাঠের গরুর হাটের লোকজন ও শাহী ঈদগাহের নজির কমপ্লেক্সের পিছনের লালমাটি এলাকায় বসানো গরুর হাটের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের বাঁধে।

সংঘর্ষকালে কয়েকটি গাড়ি ভাংচুর করা হয় বলেও জানা গেছে। এসময় আতঙ্কে ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে দেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানিয়েছেন, সংঘর্ষের খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wbDICN

August 28, 2017 at 08:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top