আজ রাত থেকে সুধানি সেতুতে ট্রেন চলতে পারে

রায়গঞ্জ, ২৮ আগস্টঃ সুধানি সেতু মেরামত প্রায় শেষ। আজ রাতেই পরীক্ষামূলকভাবে সেতুটির ওপর দিয়ে উত্তর-দক্ষিণে ট্রেন চালানো হবে। এমনটাই জানালেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রণবজ্যোতি শর্মা।

এদিন প্রণবজ্যোতিবাবু জানান, সুধানি সেতু মেরামত প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। শুধু রেলওয়ের আপলাইন মেরামত করা হয়েছে। আজ রাত থেকেই মালগাড়ি চালানো হবে। আগামী দু’দিন সেতুর ওপর দিয়ে মালগাড়ি চালানো হবে। এরপর রেল আধিকারিক ও এনএফ রেলওয়ের কনস্ট্রাকশনের ম্যানেজারের তরফে ফিট সার্টিফিকেট পেলে ৩১ আগস্ট থেকে যাত্রীবাহী ট্রেন চালানোর কথা ভাবা হবে। সেক্ষেত্রে সেতু যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হলেও, গতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানান তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xqOxzt

August 28, 2017 at 08:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top