পেহেরাদার পিয়া কী সিরিয়ালের একটি দৃশ্য। ভারতীয় টিভি চ্যানেল সনি টিভিতে সম্প্রতি নতুন একটি সিরিয়াল শুরু হয়েছিল। সেখানে দেখানো হয়, ৯ বছরের নাবালকের সঙ্গে যুবতির বিয়ে হয়েছে। টেলিভিশনের পর্দায় দেখানো হয়েছে তাদের ফুলশয্যার দৃশ্য। যা নিয়ে প্রবল আপত্তি ওঠে। অবশেষে সামনে এল সিদ্ধান্ত। বন্ধ করা হল জনপ্রিয় হিন্দি সিরিয়াল পেহেরাদার পিয়া কী। সিরিয়ালটির সম্প্রচার বন্ধের দাবি জানানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে। সিদ্ধান্ত কী নেওয়া হবে তা নিয়ে চলছিল টালবাহানা। আজ চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, সিরিয়ালটি তুলে নেওয়া হচ্ছে। আর টেলিভিশনে সম্প্রচারিত হবে না। সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। দর্শক, প্রযোজক, অভিনেতাদের ধন্যবাদ। আগামী অনুষ্ঠানটিও সাধারণ মানুষ দেখবে বলে তারা আশাবাদী। এদিকে সিরিয়ালটির বিরুদ্ধে অনলাইন পিটিশন জমা পড়ার পর টনক নড়ে ব্রডকাস্টিং কমপ্লেন্টস কাউন্সিলের। সংস্থার পক্ষ থেকে শর্ত দেওয়া হয়, অনুষ্ঠানটি রাতের দিকে চালাতে হবে। দিতে হবে বিধিসম্মত সতর্কীকরণও। তবেই অনুষ্ঠান সম্প্রচার করতে পারবে চ্যানেল কর্তৃপক্ষ। তবে, নাবালক-নাবালিকাদের বিবাহে প্ররোচিত করার যে অভিযোগ আনা হয়েছিল তা অস্বীকার করেছিলেন নির্মাতারা। ঘটনায় ক্ষুব্ধ কলাকুশলীরা। শোয়ের সময় পালটে সিরিয়াল চলবে এমনটাই আশা করেছিলেন তারা। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষর সিদ্ধান্তই চূড়ান্ত। এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিনেতা জিতেন লালওয়ানি জানান, সিরিয়াল যখন সম্প্রচারিত হয়নি, তখন নিষিদ্ধ হয়েছে এ খবর সত্যি বলেই ধরতে হবে। অতএব আপাতত বন্ধ এই সিরিয়াল, এরকমটাই ধরে নিয়েছেন ইন্ডাস্ট্রির মানুষরা। কিন্তু আচমকা নেওয়া এই সিদ্ধান্তে কাজ হারালেন বহু টেকনিশিয়ানও। অভিনেতা-অভিনেত্রীরা তো আছেনই। সব মিলিয়ে চ্যানেলের এই সিদ্ধান্তে বেশ অখুশি কলাকুশলীরা। প্রসঙ্গত, পেহরেদার পিয়া কি সিরিয়ালের গল্পটি রতন নামে এক ৯ বছরের বালককে ঘিরে, যার বিয়ে হয় দিয়া নামে এক ১৮ বছরের তরুণীর সঙ্গে। সিরিয়ালে রতনের চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফান খান। অন্যদিকে, দিয়ার চরিত্রে অভিনয় করেছেন তেজস্বী প্রকাশ।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2x5bHhf
August 31, 2017 at 03:47AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন