জঙ্গি কার্যক্রমে অর্থায়নের অন্যতম ‘হোতা’ হবিগঞ্জ থেকে আটক

নিজস্ব প্রতিনিধি: জঙ্গি কার্যক্রমে অর্থায়নের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আটক ব্যক্তির নাম মোস্তাক খাঁ। যাকে জঙ্গি অর্থায়নের অন্যতম ‘হোতা’ বলে দাবি করছে সিআইডি। এ সময় তাঁর কাছ থেকে প্রায় দুই কোটি টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৮ অগস্ট) সকালে সিআইডির পক্ষ থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (৭ আগস্ট) রাতে তাকে হবিগঞ্জ থেকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম দলের সদস্যরা।

সিআইডির পক্ষ থেকে বলা হয়, মোস্তাক খাঁ জঙ্গি কার্যক্রমের অর্থায়নের অন্যতম হোতা। আজ তাকে আদালতে তোলা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মোল্লা নজরুল ইসলাম বলেন, তদন্ত করতে গিয়ে দেখা যায়, মোস্তাক খাঁর বিরুদ্ধে আগেই মানি লন্ডারিং আইনে কয়েকটি মামলা রয়েছে।

তিনি জানান- তুরস্কে অবস্থান করে জঙ্গিদের কাছে অর্থের হাত বদল ঘটিয়েছে।বাংলাদেশ থেকেও তিনি অর্থ জঙ্গিদের হাতে পৌঁছিয়েছেন। এই সময় তার কাছ থেকে দুই কোটি টাকা উদ্ধার করা হয়। এই দুই কোটি টাকা তিনি জঙ্গি অর্থায়নে কাজে লাগাতেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

তবে গ্রেফতারকৃত মোস্তাক খাঁ বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি সংস্থাটি। এ বিষয়ে মালিবাগে সিআইডি সদর দফতরে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানোর কথা বলা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ulGulz

August 08, 2017 at 08:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top