আগরতলা, ১২ আগষ্ট- যারা ভারতেরই এক শহর থেকে অন্য শহরে যান, তাঁদের জন্য এই সুবিধা থাকা উচিত। তাই ভিসা ছাড়াই বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলে যাতায়াতের সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। এ জন্য তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন, যাতে তিনি বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলেন। যুক্তির সমর্থনে ত্রিপুরার রাজ্যপাল বলেছেন, রাশিয়ার একটি অংশ থেকে কালিনিগ্রাড যেতে গেলে বেলারুশ আর লিথুয়ানিয়ার উপর দিয়ে যেতে হয়। বেলারুশ আর লিথুয়ানিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর স্বাধীন। কিন্তু এর উপর দিয়ে রাশিয়ার দুই শহরে যাতায়তকারীদের পাসপোর্ট ভিসা লাগে না। দুই জার্মানির পুনরায় একত্রিত হওয়ার আগে যাত্রীর টিকিটে ছাপ মেরে পূর্ব আর পশ্চিমের মাঝে যাতায়ত করা যেত। তিনি প্রশ্ন তোলেন, এ রকম একাধিক নজীর আছে যেখানে, কেন ভারতের দুটি শহরের মধ্যে অবিভক্ত ভারতের একটা অংশের মধ্যে দিয়ে ভিসা ছাড়া যাত্রীরা যাতায়াত করতে পারবে না? সড়কপথে আগে আগরতলা থেকে কলকাতা যেতে গেলে পাড়ি দিতে হত ১৬০০ কিলোমিটার। কিন্তু ঢাকার মধ্যে দিয়ে আনুমানিক ৫০০ কিমি অতিক্রম করেই ওই দুই শহরের মধ্যে যাতায়ত করা যায়। ২০১৫-র ৬ জুন বাংলাদেশের মধ্যে দিয়ে এই দুই রাজ্যের মধ্যে বাস পরিষেবা শুরু হয়। দুই দেশের প্রধানমন্ত্রী পতাকা নেড়ে ওই যাত্রার শুভারম্ভ করেন। ভারতের উত্তর দিনাজপুরের ইসলামপুর-চোপরার কাছে তেঁতুলিয়া করিডর প্রসঙ্গেও সুষমা স্বরাজকে চিঠি দিয়েছেন তথাগত। ভারতের আবেদনে বাংলাদেশ সরকার সেখানে ৬ কিলোমিটার দীর্ঘ সেতু বানিয়ে দিলে ওই অঞ্চলে পশ্চিমবঙ্গ-ত্রিপুরার সড়কপথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে যাবে। তথাগতবাবু বলেন, প্রকল্পটি হলে উপকৃত হবেন উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশের লোক। আর/১২:১৪/১২ আগষ্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vWq0EV
August 12, 2017 at 06:55AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন