ঢাকা, ০৩ আগস্ট- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে আইকন ক্রিকেটারদের কোনো ভিত্তি মূল্য থাকছে না। যা বিপিএল গভর্নিং কমিটি আগেই জানিয়ে দিয়েছে। যার ফলে আইকন ক্রিকেটারদের দলে নেবার বিষয়টি ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজির সমঝোতার মাধ্যমেই হচ্ছে। ইতিমধ্যে প্রায় সব দলই নিজেদের আইকন ক্রিকেটারদের নিশ্চিত করেছে। আগের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন ও অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তবে এবার নতুন দলের সাথে যোগ দিচ্ছেন মাশরাফি। রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ককে। এর জন্য দলটিকে গুনতে হচ্ছে ৮৫ লাখ টাকারও বেশি। বিপিএলের প্রথম আসরে না থাকলেও এরপর থেকেই সব আসরে ছিল রংপুর। তবে বিপিএলে বড় কোনো সাফল্য নেই দলটির। আগের আসরে দুর্দান্ত শুরু করেও সেটি ধরে রাখতে পারে নি রংপুর। যার ফলে প্রথম রাউন্ডেই বিদায়ের ঘন্টি বাজে। তবে এবার বসুন্ধরা গ্রুপ মালিকানায় আসার পর ভালোভাবেই দল গুছাচ্ছে দলটি। লক্ষ্য শিরোপা। সেই লক্ষ্য অর্জনে বড় অংক দিয়ে কুমিল্লা থেকে মাশরাফিকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vrE6gl
August 03, 2017 at 07:11PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন