টরন্টো, ৫ আগষ্ট- মার্কিন যুক্তরাষ্ট্রে কানাডার কনসাল জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এক বঙ্গ সন্তানকে। শুধু তাই নয়, দুই দেশের বাণিজ্যের যাবতীয় গুরু দায়িত্বও সমর্পিত হয়েছে তাঁরই কাঁধে। তিনি কানাডায় বসবাসকারী বাঙালি বংশদ্ভুত রানা সরকার। এর আগে ২০০৯-১৩ সাল পর্যন্ত কানাডা-ভারত বাণিজ্য কাউন্সিলের সিইও ছিলেন তিনি। তাছাড়াও টরন্টোতে কেপিএমজি নামে একটি বহুজাতিক সংস্থার শীর্ষ পদে তিনি আসীন ছিলেন। বর্তমানে রানা সরকারকে সান ফ্রান্সিসকোয় কানাডার কনসাল জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে। সেই সঙ্গে আমেরিকা ও মেক্সিকোর সঙ্গে মুক্ত বাণিজ্যের জন্য তৈরি নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট-নিয়ে তৈরি কার্যনির্বাহী দলের প্রধান পদটিও তাঁকেই সামলাতে হবে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vDiFtD
August 06, 2017 at 02:41PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন