গড়বেতা, ২৪ আগস্টঃ নীল তিমির ফাঁদে পড়ল এবার পশ্চিম মেদিনীপুরের একাদশ শ্রেণীর রৌনক। তবে খেলা শেষ করতে হয়নি। প্রথম দুই ধাপের পর তৃতীয় ধাপেই ধরা পড়ে যায় পরিবারের কাছে। গড়বেতা উচ্চ বিদ্যালয়ের ক্লাস ইলেভেনের ছাত্র সে।
রৌনক পঃ মেদিনীপুরের গড়বেতা থানার ক্ষিরিয়া গ্রামের বাসিন্দা। পেশায় আদালতের মোহুরি স্বপনকুমার সিংহের পাঁচ ছেলেমেয়ে। পড়াশোনার পাশাপাশি গেম খেলতে পছন্দ করত রৌনক।
রৌমক জানায়, গত শুক্রবার তার মোবাইলে একটি লিংক আসে। সেখানে ক্লিক করতে অটোমেটিক ইনস্টল হয়ে যায় গেমটি। এরপর লগ ইন করার পর রৌনকের কাছে জানতে চাওয়া হয় বেশ কিছু তথ্য। প্রথম ফোন আসে শুক্রবার রাত আটটায়। রৈনকের মনের অবস্থা কেমন তা জানতে চাওয়া হয়। এরপর ফোন আসে শনিবার সকাল সাড়ে সাতটায়। তখন রৌনককে বলা হয়, তার শত্রু তার মা-বাবা। আপন একমাত্র ব্লু হোয়েল কর্তৃপক্ষ। এরপর কিছু প্রশ্ন করে তার উত্তর দিতে বলা হয়। রবিবার থেকে শুরু হয় খেলা। প্রথম ধাপে রৌনককে হাত কেটে লিখতে বলা হয় ইংরাজিতে ‘এফ ৫৭’ এবং সেই ছবি পাঠাতে বলা হয়। সেই নির্দেশ অনুযায়ী কাজ করে রৌনক প্রথম ধাপ পেরিয়ে যায়। দ্বিতীয় ধাপ শুরু হয় সোমবার ভোর ৪টা ২০ মিনিটে। রৌনকের মোবাইলে পাঠানো হয় একটি ভূতের ছবি। ৫ মিনিট ২৬ সেকেন্ডের ওই ভূতের ছবি রৌনক দু ধাপে দেখে। এরপর মঙ্গলবার ছিল তৃতীয় ধাপের পালা। এই স্টেজে রৌনককে সারাদিন চুপ করে থাকতে বলা হয়। সঙ্গে রেকর্ড করে পাঠাতে বলা হয় তিমির ডাক।
সবকিছুই জানিয়েছিল এক বান্ধবীকে। এরপরই জেনে যায় রৌনকের পরিবার। মোবাইল ফরম্যাট মারতে বাধ্য করা হয় রৌনককে। প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছিল। তবে যেহেতু রৌনকের ছবি দেখে নিয়েছে ব্লু হোয়েল কর্তৃপক্ষ তাই নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার। তদন্তে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2isjfoq
August 24, 2017 at 08:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন