ট্র্যাভেলস ব্যবসার নামে চলছে প্রতারনার ফাঁদ। আর তার শিকার হচ্ছেন সহজ সরল ও অসহায় লোকজন। অনেকে বিদেশ যাবার আশায় শেষ সম্ভল ঘরবাড়ী পর্যন্ত বিক্রয় করে তাদের হাতে সব টাকা দিয়ে নি:স্ব ও অসহায় হয়ে গেছেন। এমন অভিযোগ পাওয়া গেছে বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজার বেলাল রাজা ট্র্যাভেলস’র বিরুদ্ধে।
বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজারস্থ দিদার শপিং কমপ্লেক্সের ‘বেলাল রাজা ট্র্যাভেলস’র সত্ত্বাধিকারী ও উপজেলার উত্তর মিরেরচর গ্রামের মৃত চমক আলী পুত্র বেলাল রাজা (৩৫) এর বিরুদ্ধে বিদেশ পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্বসাৎ ও জাল প্রদান করে প্রতারনার অভিযোগ আদালতে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার ইলামেরগাঁও গ্রামের হাজী আব্দুল করিমের পুত্র সফর আলী সেবুল বাদি হয়ে বৃহস্পতিবার সিলেট নির্বাহী ম্যাজিষ্ট্রেট ২য় আদালতে এই মামলাটি দায়ের করেন। বিশ্বনাথ বিবিধ মামলা নং- ৩৩/২০১৭ইংরেজী। মামলায় আরো ২জনকে অভিযুক্ত করা হয়েছে। অন্যান্য অভিযুক্তরা হলেন- বেলার রাজার ছোট ভাই সোহেল রাজা (৩০) ও একই গ্রামের মৃত আকবর আলীর পুত্র আকলুছ আলী (৪৫)।
আদালতে দায়েরকৃত অভিযোগে সফর আলী সেবুল উল্লেখ করেন, তিনি কিছু দিন যাবত ভিজিটে লন্ডনে ছিলেন জীবীকার নির্বাহের জন্য। ইদানিং কোন এক কারণে লন্ডন যেতে না পারায় আবারো লন্ডন যাওয়ার আশায় বিভিন্ন লোকের কাছে ঘোরা ফেরা করেন। একপর্যায়ে বেলাল রাজা ট্র্যাভেলস’র সত্বাধিকারী বেলার রাজার শরনাপন্ন হন তিনি (সফর আলী সেবুল) এবং আলাপ আলোচনার মাধ্যমে কানাডা পাঠানোর আশ্বাস দিয়ে তার কাছ থেকে ৩৬ লাখ টাকা হাতিয়ে নেন বেলাল রাজা। পরবর্তীতে কোন কাজ না করায় বাদি বেলাল রাজাকে প্রদানকৃত টাকা পেরত দিতে চাপ দিলে তাকে একটি জাল ভিসা প্রদান করেন বেলাল রাজা। ভিসাটি চেক করে জাল হিসাবে প্রমান মিলে। এবিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। একপর্যায়ে সফর আলী সেবুলকে একটি চেক প্রদান করেন বেলাল রাজা। কিন্ত একাউন্টে কোন টাকা না থাকায় জঠিলতা সৃষ্টি হয়। জীবন জীবীকার সব হারিয়ে সফর আলী সেবুল আজ নি:স্ব হয়ে যান। তখন টাকার জন্য আইনগত প্রক্রিয়ায় গেলে বেলাল রাজা আবারো হুমকি প্রদান করেন, আর সেই কারণে অতিষ্ট হয়ে বেলাল রাজার বিরুদ্বে মামলা দায়ের করেন সেবুল। ফলে অভিযুক্তদেরকে লিগ্যাল নোটিশ প্রদান করেন সফর আলী সেবুল। এতে আরো বেপরোয়া হয়ে উঠে সফর আলী সেবুকে হত্যার হুমকি প্রদান করেন অভিযুক্তরা। গত ১৪আগষ্ট সকাল ১০টায় সফর আলী সেবুল ব্যাংকে যাওয়ার পথে তার উপর আক্রোমনের চেষ্টা চালায় অভিযুক্তরা।
সফর আলী সেবুল আর জানান, বেলাল রাজা আমার সারা জীবন নষ্ট করছে এখন সে টাকা না দিয়ে উল্টে আমাকে বিভিন্ন মামলায় জড়িয়েএমনকি হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছি। অভিযুক্তরা দুর্দান্ত, অসৎ, নারী নির্যাতনকারী, জালা ভিসা ও জাল পাসপোট এবং বিভিন্ন জাল কাগজপত্র তৈরী করে ট্রাভেলিং ব্যবসা করে অনেক লোকের টাকা আত্বসাৎকারী, মদ-গাজা ও হিরোইন ব্যবসায়ী এবং পরবিত্তলোভী ও হারমাইন প্রকৃতির লোক।
এব্যাপারে বেলাল রাজা ও তার ভাই সোহেল রাজা’র সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2w1pEfc
August 24, 2017 at 08:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.