রেলবোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন লোহানী

নয়াদিল্লি, ২৪ আগস্টঃ রেলবোর্ডের নয়া চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অশ্বিনী লোহানী। তিনি জানিয়েছেন, যাত্রী সুরক্ষা, পরিচ্ছন্নতা, সেটশনগুলোর উন্নতি, ভিআইপি ব্যবস্থা উচ্ছেদ, দূর্নীতি দুর করা তাঁর মূল উদ্দেশ্য হবে। এগুলোর ওপরই জোর দেওয়া হবে বেশি।

উল্লেখ্য, মাত্র কয়েকদিনের ব্যবধানে দুটি ট্রেন দূর্ঘটনার জেরে গতকতাল পদত্যাগ করেন রেলবোর্ডের চেয়ারম্যান একে মিত্তল। এরপরই রেলবোর্ডের নয়া প্রধান নিযুক্ত হন লোহানী।

এর আগে দুবছরের জন্য এয়ার ইন্ডিয়ার প্রধান ছিলেন লোহানী। তাঁর হাত ধরে বহুদিন ধরে লোকসানে চলা ওই সংস্থা লাভের মুখ দেখেছিল। এছাড়া তিনি দীর্ঘদিন ধরেই রেলের সঙ্গে যুক্ত। লোহানী এবার রেলবোর্ডের চেয়ারম্যান হওয়ায় ট্রেন দূর্ঘটনার পরিমাণ কমার পাশাপাশি রেলের সামগ্রিক উন্নয়নের আশা করা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xw6TOU

August 24, 2017 at 10:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top