ঢাকা, ২৪ আগস্ট- বাংলাদেশের যে কয়টি এলাকা ভোজনবিলাসী বলে প্রসিদ্ধ, তার মধ্যে চট্টগ্রাম অন্যতম। বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল সেখানকার মানুষ হয়েও খাবার থেকে নিজেকে যেভাবে সরিয়ে রাখেন। অবশ্য এ নিয়ে তার আক্ষেপের শেষ নেই। তার মতে, তার পরিবার উপার্জন করেই ভালো খাবার খাওয়ার জন্য। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি যে পরিবার থেকে উঠে এসেছি সেখান থেকে খাবার থেকে নিজেকে সরিয়ে রাখা অনেক বড় ব্যাপার। তিনি আরও বলেন, আপনি যদি আমার পরিবারকে দেখেন, তাহলে বুঝবেন আমরা খাবার ভালোবাসি। আমি তো মনে করি আমার পরিবার উপার্জনই করে ভালো খাবার খাওয়ার জন্য। আমি কখনও দেখিনি ছুটি কাটাতে তারা ইউরোপে গেছে। আমার কাছে মনে হয়, এগুলো ত্যাগ করতে পারা আমার জন্য বড় ব্যাপার। তারা (পরিবার) আমাকে প্রায়ই জিজ্ঞেস করে, কোন খাবার তোমার জন্য ক্ষতিকর? অলস তকমাটা বেশ আগেই ঝেড়ে ফেলেছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটসম্যান। ফলাফল, নিজের ফিটনেসকে করতে পেরেছেন ঈর্ষণীয়। তামিমের ভাষায়, আমি যখন দেখলাম এসবের কারণে মাঠে আরো ভালো করতে পারছি, তখন আরও বেশি সময় দিতে লাগলাম। দেখা যাবে আমি ৫৫-৬০ দিনের সফর শেষে ফিরেছি, কিন্তু তারপরও ফিটনেস নিয়ে কাজ করছি। আমি মনে করি সফলতার কোন শেষ নেই। যদি আমাকে বিশ্বের সেরা পাঁচজন ব্যাটসম্যানের তালিকায় থাকতে হয় তাহলে অবশ্যই আমাকে নিজের খারাপ অভ্যাসগুলোকে সরিয়ে রাখতে হবে। ক্যারিয়ারের নিজের সেরা ফর্মে আছেন তামিম ইকবাল। দেশের হয়ে খেলেছেন ৪৯ টেস্ট, ১৭৩ ওয়ানডে ও ৫৬ টি-টোয়েন্টি ম্যাচ। যথাক্রমে রান করেছেন ৩৬৭৭, ৫৭৪৩ ও ১২০২। তিন ফরম্যাট মিলিয়ে সেঞ্চুরি ১৮ টি। হাফ সেঞ্চুরি ৬৪ টি। এমএ/ ১০:১২/ ২৪ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vt8qnd
August 25, 2017 at 04:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top