টরোন্ট, ২৪ আগষ্ট- গত ২০শে আগষ্ট রোজ রবিবার কানাডা আওয়ামী লীগের উদ্বেগে ৩০০০ ড্যানফোরর্থ এভিন্যূয়স্হিত মিজান কমপ্লেক্সে, জাতীয় শোক দিবস উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতেই কানাডা আওয়ামী লীগ, অন্টারি আওয়ামী লীগ, টরোন্ট সিটি আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মাহমুদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্সের সাবলীল উপস্থাপনায় সূচিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও বর্তমান সাংসদ আলহাজ্জ্ব অধ্যাপক আলী আশরাফ। কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং, হাফিজ মাহফুজুর রহমান পবিত্র কোরআন থেকে তালাওয়াত করেন। প্রথম পর্বে ছিল আলোচনা সভা ও বঙ্গবন্ধুকে নিয়ে লিখা রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ। পুরস্কার বিতরণ পরিচালনা করেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ আব্দুল গফফার। আলোচনায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে, তার সংগ্রামী ও বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও বঙ্গবন্ধুর আদর্শ এবং দর্শনকে হত্যা করতে পারেনি। শত মিথ্যাচার ও অপপ্রচার স্বত্বেও বাঙ্গালীর হৃদয়ে শ্রদ্ধার আসনে বঙ্গবন্ধু সমাসীন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলায় পরিণত হয়ে বিশ্ব সভায় মর্যাদার আসন লাভ করেছে। প্রধান অতিথি অধ্যাপক আলী আশরাফ দীর্ঘ বক্তব্যে বঙ্গবন্ধুর জীবন আলেখ্য তুলে ধরেন। বঙ্গবন্ধুর নেতৃত্বের গুণাবলি এবং দূরদর্শিতার কথা সুচারুরূপে তুলে ধরেন। সব শেষে ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। সভাপতির বক্তব্যে গোলাম মাহামুদ মিয়া ১৫ই আগস্টে নিহত সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। আজকের বাংলাদেশ বঙ্গবন্ধুরই সপ্নের ফসল। উপস্থিত সকলকে তবররক গ্রহনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। আলোচনায় অংশ গ্রহণ করেন ছাএলীগের আবু হুরায়রা নয়ন, তানভির আহমেদ, টরেন্টো আওয়ামী লীগের সোহেল শাহরিয়ার রানা, রিয়াজুল হক, অন্টারিও আওয়ামী লীগের নওশের আলী, মাসুদ আলি লিটন, ড. কবীর হোসেন তালুকদার, প্রাক্তন ছাত্র নেতা আশীষ নন্দি, চঞ্চলা সিং, খোকা পাল, কানাডা আওয়ামী লীগের অ্যাডভোকেট রাধিকা রঞ্জন চৌধুরী, শেখ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমেদ মুক্তা, ইয়াহিয়া আহমেদ এবং সংগঠনের সহ সভাপতি বিশিষ্ট মুক্তি যোদ্ধা গোলাম মুহিবুর রহমান। আর/১০:১৪/২৪ আগষ্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2g8R6C9
August 25, 2017 at 04:19AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
ফিলাডেলফিয়ার রাজনীতিতে বাংলাদেশি অভিবাসীদের জয়জয়কার
07 Oct 20200টিপেনসিলভানিয়া, ৭ অক্টোবর- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সনদ যে নগরীতে গৃহীত হয়েছিল, সেই ফিলাডেলফিয়ার রাজন...আরও পড়ুন »
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলার গোলাপগঞ্জের যুবক নিহত
05 Oct 20200টিকেপটাউন, ০৫ অক্টোবর- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় সিলেটের গোলাপগঞ্জের যুবক জাকির হোসেন (৩৫) ন...আরও পড়ুন »
নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে হট্টগোল
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে আবারও হট্টগোলের ঘটনা ঘটেছে। বাংল...আরও পড়ুন »
নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর-যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হেঁটে যাওয়ার সম...আরও পড়ুন »
জার্মানিতে বাংলাদেশি প্রবাসীর শতাধিক বাড়ি
02 Oct 20200টিবার্লিন, ০২ অক্টোবর- নিজের জমানো টাকায় কিশোর বয়স থেকে ব্যবসা শুরু করে জার্মানিতে এখন শতাধিক বাড়ির ম...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.