বাগরাকোটে স্কুলের গাড়িতে কুকরী নিয়ে হামলা

ওদলাবাড়ি, ১০ আগস্টঃ দূষ্কৃতীদের আক্রমণের শিকার হল এবার স্কুলের গাড়ি। ছাত্রছাত্রীদের পৌঁছে দিয়ে ওদলাবাড়ি ফিরে আসার পথে বাগরাকোট চুনাভাটি এলাকায় হামলার শিকার হল ওদলাবাড়ির আর্মি পাবলিক স্কুলের একটি গাড়ি। অভিযোগের তির গোর্খা জনমুক্তি মোর্চার দিকে।

বৃহস্পতিবার সকালের এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে আর্মি পাবলিক স্কুলে পাঠরত সিভিলিয়ান ছাত্রছাত্রীদের অভিভাবক মহলে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের একাংশ বৃহস্পতিবার সকালে দেখা করে ছেলেমেয়েদের নিরাপত্তার দাবি জানানোর পাশাপাশি দূষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিষয়টি স্কুলের তরফ থেকে দেখা হচ্ছে বলে জানিয়েছে আর্মি পাবলিক স্কুল কর্তৃপক্ষ।

এদিকে ভাঙচুর করা গাড়ির চালক ড্যানিয়েল প্রধান জানিয়েছেন, চুনাভাটি এলাকার জনৈক ‘ঢোলে’ নামে এক দূষ্কৃতী তার দুই সঙ্গীকে সঙ্গে করে কুকরী নিয়ে এগিয়ে আসে স্কুলের গাড়ির দিকে। গাড়িতে সেনাস্কুলের তরফে দেওয়া বোর্ড পাস লাগানো থাকা সত্ত্বেও বন্‌঩ধের মধ্যে কেন কালিম্পং জেলায় গাড়ি চালানো হচ্ছে এই অভিযোগে কুকরী চালিয়ে গাড়ির কাচ ভেঙে দেয় তারা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uJQ8xT

August 10, 2017 at 08:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top