সিলেট, ১০ আগস্ট- চিত্রনায়ক সালমান শাহ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সিলেটে মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় নগরীর কোর্ট পয়েন্টে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। স্বর্ণালী সাহিত্য পরিষদ সিলেট ও বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কবি নূরুদ্দীন রাসেল। মানববন্ধনে বক্তারা বলেন- সালমান শুধু সিলেটের সম্পদ নয়, সালমান গোটা রাষ্ট্রের সম্পদ। এ দেশে প্রতিদিন কত খুনিদের বিচার হচ্ছে। অথচ কোটি মানুষের নন্দিত অভিনেতা সালমানের বিচারে কেন অবহেলা করা হচ্ছে। তাছাড়া, সালমান হত্যার ঘটনার অন্যতম আসামি রাবেয় সুলতানা রুবি নিজে খুনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে জবানবন্দি দিয়েছে। সে আদালতের কাছেও জবানবন্দি দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। তাহলে আর সালমান হত্যাকারীদের গ্রেফতারে আইনি বাঁধা থাকার কথা নয়। যত দ্রুত সম্ভব রুবিকে দেশে ফিরিয়ে এনে আদালতের মাধ্যমে তার জবানবন্দি রেকর্ড করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় গোটা বাংলাদেশের সকল সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজ নিয়ে দুর্বার আন্দোলনেরও ডাক দিবেন বলেন ঘোষণা দেন তারা।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2usrTsF
August 11, 2017 at 02:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top