নয়াদিল্লি, ১৫ আগস্ট- এ যেন বিনা-প্রস্তুতিতেই দাদাগিরি! অ্যালবাম রিলিজের দিন গান-দম্পতিকে কীভাবে সামাল দিলেন ভারতীয় সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। আকাশ দ্য ইনফাইনাইট। লোপামুদ্রার উদাত্ত কণ্ঠে জাদুকাঠি বুলিয়েছেন জয় সরকার। অপূর্ব সুরমূর্ছনা যেন ছুঁয়েছে নীলিমা। ভরিয়ে দিয়েছে মুগ্ধ শ্রোতার ইন্দ্রিয়। সেই অ্যালবাম রিলিজের দিনই এমন ঘটনা হবে কে জানত! লেক ক্লাবে ছিল জয়-লোপা জুটির মিউজিক ভিডিও ও অ্যালবাম লঞ্চ। হাজির হলেন সস্ত্রীক সৌরভ গাঙ্গুলি। যেভাবে শুরু হয়, সেভাবেই হল। পুষ্পস্তবক হাতে নিয়ে একটু ঠাট্টা করে সৌরভ বললেন,আমার খুব জানতে ইচ্ছে করে, একই পেশায় থেকে এত বছর জয় আর লোপামুদ্রা কীভাবে গৃহশান্তি বজায় রেখেছেন! কী কান্ড, ঠিক সেইদিনই, মঞ্চে আনুষ্ঠানিক উদ্বোধনের ঠিক আগে, ছোট্ট কথা কাটাকাটি হয়ে গেল জয় ও লোপার। মাইক্রোফোনে লোপা শুরু করেছিলেন,জয়ের সঙ্গে আলাপ আমার সেই ছোটবেলায়। একসঙ্গে আমরা কুড়ি বছর ধরে...। পাশে বসে জয় ফোড়ন কাটলেন, ভুল বললে, আমাদের বিয়ে হয়েছে আঠেরো বছর হল! সঙ্গে সঙ্গে ঝাঁঝ লোপামুদ্রার গলায়,ঠিকই বলেছি। আঠের বছর ঘর করছি ঠিকই, কিন্তু তার আগে দুবছর আমরা প্রেম করেছি। বিয়ে হয়ে গিয়েছে বলে ওই দুবছর বাদ দিতে যাব কোন দুঃখে! জয়ের মাথা নীচু! একঘর সাংবাদিকের সামনে...এ কী? মাইক্রোফোন হাতে নিয়ে রায় দিলেন দাদা। দেখলেন তো, আমি ঠিকই ধরেছিলাম। একই প্রফেশনে থাকলে একজনকে শুধু দিয়েই চলতে হয়, অন্যজন শুধু নিয়েই যান। এটাই নিয়ম। হাসির ফোয়ারা উঠল উপস্থিত মহলে। পাশে বসে ডোনাও হেসে ফেললেন ফিক করে। এমএ/ ১১:১৮/ ১৫ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fGBpSr
August 15, 2017 at 05:20PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন