ঢাকা, ১৫ আগস্ট- টাইগারদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২০০৬ সালের পর এবার বাংলাদেশের মাটিতে টেস্ট ম্যাচ খেলতে চলেছে অজিরা। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বর্তমানে নবম অবস্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে, অস্ট্রেলিয়া রয়েছে তৃতীয় অবস্থানে। তবুও বাংলাদেশকে ছোট করে দেখছে না অজিরা। টাইগারদের সাম্প্রতিক উন্নতির বিষয়টি মাথায় রেখেই খেলতে নামবে তারা। এই সফরে দুই দিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলে ২৭ আগস্ট মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে। অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি ম্যাচ শেষ করে মিরপুরে অনুশীলনে রয়েছে বাংলাদেশ দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সুইং বোলিংয়ের অনুপম প্রদর্শনী ঘটানো শফিউলের পারফরম্যান্সে দারুণ খুশি কোচ ও নির্বাচকরা। এবার সেখান থেকেই ১৪ জনের সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ১৪ জনের স্কোয়াডে আছেন যারাঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, মমিনুল হক, মুশফিকুর রহীম (অধিনায়ক), সাকিব আল হাসান , মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম ও রুবেল হোসেন অথবা তাসকিন আহমেদ। এমএ/ ১১:১২/ ১৫ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2i19jBZ
August 15, 2017 at 05:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top