বন্যা পরিস্থিতি আর নেই জলপাইগুড়িতে, জানালেন জেলাশাসক

জলপাইগুড়ি, ১৫ আগস্টঃ জেলায় আর বন্যা পরিস্থিতি নেই. জল নেমে গিয়েছে সব জায়গা থেকে। নতুন করে ভারী বৃষ্টি হলে প্রশাসন প্রস্তুত আছে পরিস্থিতি মোকাবিলার জন্য। মঙ্ঘলবার দেশের ৭১ তম স্বাধীনতা দিবসে নিজের অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এই বার্তা দিলেন জলপাইগুড়ির জেলাশাসক রচনা ভগত। জেলাশাসক জানিয়েছেন, তিস্তা ব্যারেজ থেকে প্রতিদিনই জল ছাড়া হচ্ছে। তবে, তাতে আশঙ্কার কোনো ব্যাপার নেই। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য বন্যা কবলিত এলাকায় পানীয় জন ও জনস্বাস্থ্যের ব্যাপারে নজর রাখা হচ্ছে। কৃষিতে ক্ষয়ক্ষতির হিসাব দিতে বলা হয়েছে কৃষি দপ্তরকে। এদিন স্বাধীনতা দিবস উদ্‌যাপনের অনুষ্ঠানে স্কুলে ছাত্রছাত্রীরা কুচকাওয়াজে অংশ নেয়। জেলা প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

ছবিঃ জলপাইগুড়িতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জেলাশাসক রচনা ভগত।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2i18BEP

August 15, 2017 at 11:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top