নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর মাঝমাঠ থেকে শুরু করে আক্রমণভাগে শূন্যতা অনুভব করছে বার্সেলোনা। নেইমারের বিকল্প খুঁজছে কাতালান ক্লাবটি। পাওলো দিবালার নামটা জোরেশোরেই শোনা গিয়েছিল। কিন্তু জুভেন্তাস তাকে ছাড়েনি। এরপর বার্সার টার্গেটে রয়েছেন দুজন। পিএসজির অ্যাঙ্গেল ডি মারিয়া ও লিভারপুলের ফিলিপে কুটিনহো। লিভারপুল থেকে কুটিনহোকে দলে টানতে মরিয়া বার্সা। ব্রাজিলিয়ান উইঙ্গারের জন্য ১৫০ মিলিয়নও খরচ করতে প্রস্তুত কাতালান ক্লাবটি। ইতোমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের কাছে এই প্রস্তাব দিয়েছে বার্সা। যদি দুই পক্ষের বনিবনা হয়ে যায়, তাহলে দলবদলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি ফুটবলার হবেন কুটিনহো। ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। স্কাই স্পোর্টসের খবর, কুতিনহোকে পেতে ১৫০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত বার্সা। এর মধ্যে ১১০ ইউরো সরাসরি দেবে কাতালান ক্লাবটি। বাকি ৪০ মিলিয়ন ইউরো দেবে সহজ শর্তে। এমএ/ ০৭:৫১/ ২৪ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wpxm3s
August 24, 2017 at 01:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top