ঢাকা, ২৪ আগস্ট- লড়াইটা যে স্পিনের বিপক্ষে বেশি হবে, সেটা অস্ট্রেলিয়ার খুব ভালো করে জানা। এ জন্য ডারউইনে বাংলাদেশের মতো করে উইকেট বানানো এবং প্রস্তুতি ক্যাম্প করে নিজেদের ঝালিয়ে নেওয়া স্টিভেন স্মিথদের। মিরপুরেও চলছে তার প্রস্তুতি। বোলিংয়ে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ কিংবা তাইজুল ইসলামকে সামলাতে বিশেষ অনুশীলন শুরু করছে সফরকারীরা। বুধবারও সামনের পায়ে প্যাড না পড়ে স্পিনারদের বিপক্ষে নেট অনুশীলন করেছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। সংবাদমাধ্যমকে অভিনব এই অনুশীলনের ব্যাখ্যা দিয়েছেন সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাট রেনশ ও উসমান খাজা ব্যাটিং অনুশীলনে নেমেছিলেন নেটে। কিন্তু অবাক করা ব্যাপার হলো স্পিনারদের মুখোমুখি হয়ে তাদের সামনের পায়ে ছিল না কোনও প্যাড! বাংলাদেশের স্পিনারদের সামলাতেই তাদের এই অভিনব অনুশীলন। ২০১২ সালে জাস্টিন ল্যাঙ্গার যখন ব্যাটিং কোচ ছিলেন অস্ট্রেলিয়ার, সে সময় তিনি শুরু করেছিলেন এই ধরনের অনুশীলন। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগেও একইভাবে নেটে নেমেছিলেন রেনশ ও খাজা। বুধবার সাংবাদিকদের এই ধরনের অনুশীলনের বিষয়টি পরিষ্কার করেছেন ম্যাক্সওয়েল। তিনি বলেছেন, ২০১২ সালে যখন জেএল (ল্যাঙ্গার) বাটিং কোচ ছিলেন, তখন আমরা এই ধরনের অনুশীলন করেছিলাম। এই অনুশীলনের মূল বিষয় হলো ব্যাট বেশি করে ব্যবহার করা। সামনের পায়ে প্যাড না থাকলে বলের আঘাত থেকে বাঁচার জন্য হলেও ব্যাট ব্যবহার করতে হবে। বলের ওপর বেশি নজর দিতেই এই অনুশীলন। বাংলাদেশের স্পিনারদের মোকাবিলা করতে কষ্টদায়ক এই অনুশীলন করেছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ম্যাক্সওয়েলের ভাষায় যা এমন, এই অনুশীলনটা তাদের বিরুদ্ধে যারা নিয়মিত উইকেটে আঘাত করে, বাংলাদেশ যে জায়গাটায় ভীষণ ভালো। তারা স্টাম্প টু স্টাম্প বোলিং করে চাপ তৈরি করে। এমএ/ ০৭:৪০/ ২৪ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vhgA2X
August 24, 2017 at 01:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top