লন্ডন, ২৪ আগস্ট- এই মৌসুমের শুরুতেই ওয়েন রুনি তার ১৩ বছরের প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এভারটনে যোগ দিয়ে আলোচনায় ছিলেন। আজও আবার আলোচনায় এই ইংলিশ ফুটবলার। আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই জানিয়ে দিয়েছেন ইংলিশ ফুটবলের রেকর্ডধারী এই তারকা। রেকর্ডধারী বলার যৌক্তিকতা আছে। ২০০৩ সালের কথা। সে বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ১৭ বছর ১১১ দিন বয়সে ইংল্যান্ডের হয়ে মাঠে নামেন রুনি। তারপর থেকে এই ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন তারই। ওয়েইন রুনির অফিসিয়াল ওয়েবসাইটে তিনি নিজেই জানিয়েছেন, ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউতগেটকে তার অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন আরও আগেই। ১৪ বছরের ক্যারিয়ারে ইংল্যান্ডের জার্সিতে রুনি ১১৯ ম্যাচে ৫৩ গোল করেছেন। অবশ্য আরও গোল করার সুযোগ ছিলো এই ইংলিশ ফুটবলারের। আগামী মাসেই বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুই ম্যাচে তাঁকে দলে ডেকেছিলেন কোচ গ্যারেথ সাউথগেট। কিন্তু রুনি বিনয়ের সঙ্গে সে প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেছেন, দেশকে যতবার প্রতিনিধিত্ব করেছি, প্রতিবার আমি কৃতজ্ঞতা বোধ করেছি। এটা অনেক সম্মানের বিষয়। কিন্তু আমার মনে হচ্ছে, এখনই সময় সরে দাঁড়ানোর। বেশ ভেবে চিন্তেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার বিদায়ী কথাতেও স্পষ্ট হয়েছে ব্যাপারটি। অবসরের সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, এটা অনেক বড় এক সিদ্ধান্ত। আমি আমার পরিবার, ঘনিষ্ঠজন ও এভারটনের কোচের সঙ্গে আলাপ করেই এ সিদ্ধান্ত নিয়েছি। অন্যদিকে ইংলিশ ফুটবল এসোসিয়েশন জানায়, রুনি মঙ্গলবারই তার বিদায়ের ইচ্ছে জানিয়েছিলেন কোচকে। কোচ হোসে মরিনহোর অধীনে গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খারাপ সময় পার করার পর ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়কত্ব হারান রুনি। এমনকি জাতীয় দল থেকেও বাদ পড়েন তিনি। চলতি মৌসুমে নিজের সাবেক ক্লাব এভারটনে যোগ দেন এ তারকা খেলোয়াড়। এমএ/ ০৭:০০/ ২৪ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2v7zJII
August 24, 2017 at 01:00PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন