নয়াদিল্লি, ১০ আগস্টঃ উপরাষ্ট্রপতি হিসাবে শেষ সাক্ষাৎকারে কেন্দ্রের বিরুদ্ধে কার্যত তোপ দাগলেন ড. হামিদ আনসারি। বিদায়ী উপরাষ্ট্রপতি বলেন, মুসলিমদের একটা অস্বস্তি কাজ করছে আজকাল, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাজ্যসভা টিভিকে দেওয়া ওই সাক্ষাৎকারে হামিদ আনসারি বলেন, ‘গণধোলাইয়ে মৃত্যুর ঘটনা, নজরদারি, গোহত্যায় নিষেধাজ্ঞা এবং ঘর ওয়াপসির প্রচার এই অসহনশীলতার কারণ। এর ফলে ভারতীয় মূল্যবোধ টুকরো টুকরো হয়ে যাচ্ছে। প্রশাসনেরও আর ক্ষমতা নেই আইনের শাসন জারি করার।’ বিশেষ করে যেভাবে যেকোনও ভারতীয় নাগরিকের জাতীয়তাবোধ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তা অত্যন্ত অস্বস্তিকর, মনে করছেন বিদায়ী উপরাষ্ট্রপতি । সাক্ষাতকারে আনসারি বলেন, ‘কেবল গত ৭০ বছর ধরে নয়, শতাব্দীর পর শতাব্দী বহু মতকে সম্মান করেই সমাজে বাস করেছি আমরা এখন সঙ্কটের মুখে’।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wL7Jaa
August 10, 2017 at 03:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন