কলকাতা, ১০ আগস্ট- রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে ও বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক করতে দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী। আজ দুপুরের বিমানে রওনা হন তিনি। আগামীকাল সোনিয়া গান্ধি সহ বাকি বিরোধী দলগুলির প্রধানদের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। আজ প্রায় সাড়ে বারোটা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রোটোকল মেনে নতুন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছি। আজ সন্ধেবেলা তাঁর সঙ্গে দেখা করব। এবং আগামীকাল কেন্দ্রীয় সরকারের বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে বৈঠক আছে। সেই বৈঠকে যোগ দেব। এছাড়াও আরও কিছু সরকারি কাজ আছে। মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর বিরোধী জোটের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের বিরোধী জোট কিছুটা হলেও চনমনে হয়েছে। আর সেই জোটকে আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত ধরে রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠক সফল হলে আগামী বছরে পঞ্চায়েত নির্বাচনে আখেরে লাভ হবে তৃণমূলেরই।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vHyFdV
August 10, 2017 at 09:52PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন