প্যাঙ্গোলিন বিক্রি করতে এসে ধরা পড়ল স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী

জলপাইগুড়ি, ৭ আগস্টঃ খবর ছিল ফাঁসিদেওয়া বাজারে প্যাঙ্গোলিনের আঁশ বিক্রি করতে গ্যাংটক থেকে একটা চোরাশিকারিদের টিম আসছে। সেইমতো ফাঁদ পেতেছিল বন দপ্তর। সোমবার সকালে সেখান থেকে শুধু প্যাঙ্গোলিনের আঁশ নয়, একটা প্যাঙ্গোলিন সহ একজনকে গ্রেফতার করল বৈকুণ্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জ তথা বন্যপ্রাণ বিভাগের টাস্ক ফোর্স। সজল সরকার নামে ধৃত ব্যক্তির কাছ থেকে একটি প্যাঙ্গোলিন ও প্যাঙ্গোলিনের ছাল উদ্ধার করেছেন বেলাকোবা রেঞ্জের কর্মীরা। বেলাকোবার রেঞ্জার তথা টাস্ক ফোর্সের ইনচার্জ সঞ্জয় দত্ত জানান, ধৃতের বাড়ি নদীয়ার চাকদহে। এরা প্যাঙ্গোলিন মেরে তার মাংস খেয়ে বাকি দেহাংশ চড়া দামে বিক্রি করে। যাকে ধরা হয়েছে সে আবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wyvDVV

August 07, 2017 at 11:33AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top