মুম্বই, ৭ আগস্টঃ চিনের জিনিস খুব বেশিদিন টেকে না। তাই ৪৫ সেকেন্ডে লড়াই শেষ করে দিতে চাই। জুলপিকার মাইমাইতিয়ালির বিরুদ্ধে রিংয়ে নামার আগে এমনটাই বলেছিলেন ভিওয়ানির বক্সার বিজেন্দর। ১০ রাউন্ড হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তিনি বলছেন, কখনও কখনও চিনা জিনিস অনেকদিন টিকে যায়। এসব কথায় কেউই অবশ্য কিছু মনে করছেন না। ডোকালামের আবহে ব্যাচলগ্রাউন্ড এশিয়ায় ভারত-চিনের দুই বক্সারের লড়াইয়ে পিছনে যে অন্য একটা মর্যাদার লড়াই ছিল, তা বুঝছেন সকলেই। তবে, জেতার পর বিজেন্দর এখন অনেক সংযত। বলছেন, আমার এই খেতাব ভারত-চিন বন্ধুত্বের প্রতি উৎসর্গ করলাম।
বিজেন্দরের এই পরিণত মানসিকতা সবাই কিন্তু সাধুবাদ জানাচ্ছেন। বিজেন্দর বলছেন, আমার জন্য প্রার্থনা করুন, যাতে একদিন বিশ্ব সেরা হতে পারি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uydTIX
August 07, 2017 at 10:47AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন