ঢাকা, ১৯ আগস্ট- বাংলাদেশের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবালকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়ার অধিনায়ক। স্টিভেন স্মিথের চোখে তারা দুজন বিপজ্জনক। সফল হতে হলে তাদের চেয়ে সেরা পারফরম্যান্স করতে হবে দলের সবাইকে। তামিম-সাকিবের জন্য মিরপুর টেস্ট হতে যাচ্ছে মাইলফলক। ২৭ আগস্ট তারা দুজনেই খেলতে নামবেন ক্যারিয়ারের ৫০তম টেস্ট। গত কয়েক ম্যাচ ধরে ধারাবাহিক এ দুই তারকা এমন মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চাইবেন। স্মিথও মনে করেন, নিজেদের দিনে তারা দুজন দলকে এগিয়ে নিতে পারেন। শনিবার সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেছেন, সাকিব-তামিম অনেক ক্রিকেট খেলেছে। তারা সত্যিই অনেক কিছু জানে। খেলাটা ভালো বোঝে। তারা বিপজ্জনক। আমরা যদি সফলতা পেতে চাই তাহলে তাদের চেয়ে ভালো পারফরম্যান্স করতে হবে আমাদের। তাদের নিয়ে সতর্ক থাকা তাই স্বাভাবিক। গত মার্চে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল। শ্রীলঙ্কার মাটিতে সেটি ছিল দেশের শততম টেস্ট। মাইলফলক ছোঁয়ার ম্যাচটি তারা ৪ উইকেটে জিতেছিল দারুণ খেলে। ভালো খেলেছিলেন দেশের শীর্ষ দুই টেস্ট ব্যাটসম্যান তামিম-সাকিব। প্রথম ইনিংসে ৪৯ রান করলেও বাংলাদেশি ওপেনারের ব্যাটে শেষ ইনিংসে আসে ৮২ রান। ৪৯ টেস্টে ৩ হাজার ৬৭৭ রান করা তামিম হন ম্যাচসেরা। ৩ হাজার ৪৭৯ রানের মালিক সাকিব কলম্বোর ওই ম্যাচে প্রথম ইনিংসে ১১৬ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটসহ এ অলরাউন্ডার সব মিলিয়ে ৬ উইকেট নেন বাংলাদেশের ঐতিহাসিক টেস্টে। সিরিজ সেরার ওই স্মৃতি নিয়ে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন সাকিব। শুধু সাকিব-তামিম নয়, পুরো বাংলাদেশের বিপক্ষে খেলাকে চ্যালেঞ্জ মানছেন সফরকারী অধিনায়ক, অবশ্যই এটা চ্যালেঞ্জিং সিরিজ হবে। বাংলাদেশ এখানে চমৎকার ক্রিকেট খেলেছে। ইংল্যান্ডকে তারা টেস্টে হারিয়েছে খুব বেশিদিন হয়নি। আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে যাচ্ছি। এমএ/ ১১:১২/ ১৯ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wjVoNY
August 20, 2017 at 05:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top