মুম্বাই, ০৫ আগষ্ট- বর্ণবৈষম্যের শিকার হয়েছে সানি লিওনের মেয়ে! গায়ের রং কৃষ্ণাঙ্গ, স্রেফ এই কারণেই ওকে দত্তক নিতে অস্বীকার করা হয়েছে বারবার। একবার কিংবা দুবার নয়, কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে এগারো বার প্রত্যাখ্যাত হয়েছে সানি লিওনের মেয়ে নিশা কৌর। এতদিন সামনে না আসলেও সানি লিওন নিশাকে দত্তক নেওয়ার পর এই বিস্ফোরক তথ্য সামনে নিয়ে আসে অ্যাডপশন এজেন্সি সিএআরএ (সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স এজেন্সি)। যদিও সানি লিওন এবং তার স্বামী ড্যানিয়েলের কাছে নিশার গায়ের রং কিংবা মেডিক্যাল টেস্ট কোনও কিছুই কোনও রকম প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি। সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স এজেন্সি জানিয়েছে, (নিশা কৌর) দত্তক নেওয়ার আগে সানি লিওন এবং তার পরিবার একবারের জন্যও ওর গায়ের রং নিয়ে ভাবেনি। এমনকি ওর জন্ম ইতিহাস নিয়েও কোনও রকম ভাবনা সানি লিওনের মনে আসেনি। এই সব প্রতিবন্ধকতাকে কার্যত নক আউট করে আনন্দ সহযোগেই ওকে দত্তক নিয়েছেন সানি। আর/১০:১৪/০৫ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fhRgGL
August 06, 2017 at 05:35AM
05 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top