দল বদলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দিয়েছেন নেইমার দ্য সিলভা। ব্রাজিলিয়ান এই তারকার পেছনে ফরাসি ক্লাবটির খরচ উঠতে শুরু করেছে প্রথম দিন থেকেই। বলা যায় নেইমার তার পেছনে খরচ করা পয়সার উসুল দিতে শুরু করেছেন। পিএসজিতে যোগ দেওয়ার প্রথম দিনেই (শুক্রবার) নেইমারের ১০ হাজার জার্সি বিক্রি হয়েছে। নাম্বার টেন (১০ নম্বর) জার্সিটির গড় দাম ১০০ ইউরো। সে হিসেবে প্রথম দিনেই ১ মিলিয়ন ইউরো ঘরে তুলেছে পিএসজি। পিএসজির জার্সি বিক্রি করে এমন স্বীকৃত স্টোরগুলোতে ক্রেতাদের বেশ ভিড় দেখা যাচ্ছে। অধিকাংশ স্টোরে প্রথম দিনেই নেইমারের সব জার্সি বিক্রি হয়ে যায়। আজও যথারীতি হট কেকের মতো বিক্রি হচ্ছে নেইমারের জার্সি। অবশ্য আজই পিএসজির হয়ে অভিষেক হয়ে যেতে পারত নেইমারের। কিন্তু তার দলবদলের আন্তর্জাতিক প্রত্যয়নপত্র এখনো পৌঁছায়নি ফ্রান্সে। সে কারণে আজ তিনি পিএসজির হয়ে লিগের প্রথম ম্যাচটি খেলতে পারছেন না। তবে ম্যাচ শুরুর আগে দর্শকদের সঙ্গে পরিচিত হতে মাঠে নামবেন তিনি। এরপর গ্যালারিতে বসেই উপভোগ করবেন সদ্য যোগ দেওয়া ক্লাবটির ম্যাচ। আর/১০:১৪/০৫ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ue2Ppf
August 06, 2017 at 05:41AM
05 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top