বিশ্বনাথে রাস্তার মধ্যখানে গর্ত : জনদুর্ভোগ

01

মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি ::বিশ্বনাথ উপজেলা সদরের সুইচ গেইটের রাস্তার মধ্য খানে বিশাল গর্ত হয়েছে। রাস্তার পাশে আঙ্গরুকা খাল। খালের কারণেও ক্রমে ক্রমে ভাঙ্গন মারাত্বক আকার ধারণ করছে। প্রতিনিয়ত ওই রাস্তায় ঘটছে ছোট বড় ঘটনা। বিশেষ করে মসজিদে যাতায়াতকারী মুসল্লীরা পড়েছেন বেকায়দায়। অনেক মুসল্লী গর্তে পড়ে আহত হওয়ার খবর পাওয়া যায় প্রতিদিন। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশায় স্থানীয় বাসিন্দারা পড়েছেন বেকায়দায়। কোন জনপ্রতিনিধি দায়িত্বনিয়ে কাজ না করায় ওই এলাকার মানুষের সীমাহিন কষ্ট হচ্ছে।

স্থানীয়রা জানান, একটি গুরুত্বপূর্ণ রাস্তায় বড় গর্ত হওয়ার কারণে চলাফেরা করতে পারছেন না। বর্তমানে রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এমন অবস্থায় কোন জনপ্রতিনিধি এগিয়ে না আসার কারণে দিন দিন ওই এলাকার মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে।

এ ব্যাপারে বিশ্বনাথ পুরানবাজারের ব্যবসায়ী এম.এ. আহাদ বলেন, রাস্তায় বড় গর্ত হওয়ার কারণে অনেক মুসল্লী পড়ে গিয়ে আহত হয়েছে। রাতে ওই রাস্তা দিয়ে মানুষ চলাচল করেন জীবনের ঝুঁকি নিয়ে। তিনি দ্রুত রাস্তার কাজ করার জন্য জনপ্রতিনিধিদের প্রতি জোরদাবী জানান।

বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক বলেন, কাজটা জরুরীভাবে করার দরকার। সামনের বরাদ্ধ আসলে কাজ করবেন বলে তিনি জানান।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2uuOdNf

August 05, 2017 at 10:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top