চট্টগ্রাম, ২৭ আগস্ট- নির্যাতনের মাধ্যমে স্ত্রীর গর্ভের সন্তানের মৃত্যু ঘটানোর অভিযোগে ক্রিকেটার মো.মেহেদী হাসান মারুফের (৩০) বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা হয়েছে। রোববার (২৭ আগস্ট) মারুফের স্ত্রী তামান্না বিনতে আজাদ (৩০) বাদি হয়ে মহানগর হাকিম আবু সালেম মো.নোমানের আদালতে মামলাটি দায়ের করেছেন। তামান্না রেলওয়ে পূর্বাঞ্চলের সরঞ্জাম বিভাগের কর্মকর্তা। বাদির আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী জানিয়েছেন, আদালত দণ্ডবিধির ৩১৩ ধারায় দায়ের করা মামলা গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। তাদের হাসপাতাল থেকে গর্ভপাতের প্রমাণ সংগ্রহ করে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার আরজিতে ক্রিকেটার মারুফের ঠিকানা ক্রিকেট একাডেমি ভবন, মিরপুর ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর-১, ঢাকা উল্লেখ আছে। ঘটনাস্থল ও বাসা চট্টগ্রাম নগরীর বাটালি রোডে উল্লেখ আছে। এতে আরও বলা হয়েছে, ২০০৯ সালের ২৯ নভেম্বর মেহেদী ও তামান্নার বিয়ে হয়। যৌথ পরিবারে অশান্তি শুরু হলে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর মেহেদী ও তামান্না আলাদা বাসা নিয়ে বসবাস শুরু করেন। এর মধ্যে মেহেদীর সঙ্গে আরেক নারীর সম্পর্কের বিষয় জানাজানি হলে সংসারে ঝগড়াবিবাদ শুরু হয়। গত ১৯ ফেব্রুয়ারি ঝগড়ার এক পর্যায়ে মেহেদী অন্তঃসত্তা তামান্নার পেটে লাথি দিলে রক্তক্ষরণ শুরু হয়। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে নিয়ে গেলে চিকিৎসক গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে বলে জানায়। এই ঘটনায় তামান্না তখনই মামলা করতে চাইলে মেহেদীর পরিবার অনুরোধ করে বিরত রাখে। কিন্তু পরবর্তীতে তামান্নার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়ে তাকে হুমকি-ধমকি দিতে থাকায় তিনি মামলা দায়ের করেছেন বলে আরজিতে উল্লেখ আছে। এমএ/ ০৩:১৩/ ২৭ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vA76it
August 27, 2017 at 09:14PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন