নিজস্ব প্রতিনিধি:: মধ্যপ্রাচ্যের কাতারে সড়ক দুর্ঘটনায় মকসুদ বখস (৩২) ও ফয়সল আহমদ (২৮) নামে মৌলভীবাজারের কুলাউড়া ও বড়লেখা উপজেলার ২ প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার ২৬ আগস্ট গভীর রাতে (কাতারের সময়) কাতারের হোম সালাল আলী শহরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা পরস্পরের আত্মীয়।
নিহতদের পারিবারিক সুত্রে জানা যায়, শনিবার গভীর রাতে মকসুদ বখস ও ফয়সল আহমদ কাজ থেকে নিজস্ব গাড়ী যোগে বাসায় ফেরার পথে হোম সালাল আলী শহরে দুর্ঘটনা কবলিত হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সেখান থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে দোহা হামাদ মেডিকেল হাসপাতালে মর্গে প্রেরণ করে।
নিহত মকসুদ বখসের বাড়ি কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামে,তার পিতার নাম হাজী রফিক বখস। এবং ফয়সল আহমদ বড়লেখা উপজেলার কাঠালতলী খলাগাঁও গ্রামের আব্দুল জলিলের পুত্র। দুর্ঘটনার খবর নিহতদের গ্রামের বাড়িতে পৌঁছলে শোকের মাতম শুরু হয়।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2w9MIZi
August 28, 2017 at 12:01AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.