ঢাকা, ১১ আগষ্ট- কুমিল্লা ভিক্টোরিয়ান্স বেশ বড় অঙ্ক খরচ করেই জস বাটলারকে আনছে, সেটা জানা গিয়েছিল কয়েকদিন আগেই। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানাচ্ছে, সেই বড় অঙ্কটা আকাশ ছোঁয়াই!ইংল্যান্ডের ২৬ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে আনতে কুমিল্লা ঢালছে ২ লাখ পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ১০ লাখ টাকার কাছাকাছি। বাটলার এবার প্রথমবারের মত বিপিএলে খেলতে আসবেন। কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি কদিন আগেই সেটা নিশ্চিত করেছিল। গত বছরের অক্টোবরে নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান বাংলাদেশে না আসায় ওয়ানডে সিরিজে ইংলিশদের দায়িত্ব বর্তেছিল বাটলারের কাঁধে। তবে বাটলারকে পুরো বিপিএলে পাওয়া নিয়ে সংশয় থাকছেই। আসছে নভেম্বরে অ্যাশেজে লড়তে অস্ট্রেলিয়া সফরে যাবে ইংল্যান্ড। টেস্ট স্কোয়াডে সুযোগ হলে বিপিএল আধা রেখেই উড়াল দিতে হবে তাকে। যদিও ইংলিশদের সাদা পোশাকে উইকেটরক্ষক-ব্যাটসম্যানের আসল কাজটা সামলাতে হয় জনি বেয়ারস্টোকে। তাতে বাটলারের সুযোগ মিললেও থাকতে হবে দ্বিতীয় পছন্দ হিসেবে। এবার বেশ কজন ইংলিশ তারকা বিপিএল মাতাবেন। ডেভিড উইলি খেলবেন মাশরাফীর দল রংপুর রাইডার্সে। লিয়াম প্লাঙ্কেট, রবি বোপারাসহ তালিকায় আছে আরো বেশ কটি নাম। গতবার খেলে যাওয়া লিয়াম ডসন, সামিট প্যাটেলরাও থাকতে পারেন। আর/১০:১৪/১১ আগষ্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fza6cB
August 12, 2017 at 06:19AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন