সিলেটে সাপের কামড়ে এক নারীর মৃত্যু

সুরমা টাইমস ডেস্কঃ সিলেটে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার পরগনা এলাকার পলিয়া মাঝেরগাঁওয়ে এ ঘটনা ঘটে।

নিহত ফরিদুন নাহার ফরিদা (৩২), যুক্তরাষ্ট্র প্রবাসী ও গোলাপগঞ্জ উপজেলার রাণাপিং চৌঘরী গ্রামের সোহেল আহমদের স্ত্রী এবং পলিয়া মাঝেরগাঁওয়ের হাজী আনোয়ার আলীর কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তার পিত্রালয়ে মোবাইল ফোনে কথা বলার সময় বাড়ির দরজার সামনে বিষধর সাপের কামড়ে গুরুতর আহত হলে ফরিদুন নাহারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসারত অবস্থায় রাত দশটার দিকে তার মৃত্যু ঘটে।

ফরিদুন নাহারের দাফন শুক্রবার দুপুরে সম্পন্ন করা হয় এবং তার ৫ বছর বয়সের একমাত্র মেয়ে সোহানা সোহেল মুমু বর্তমানে তার নানার বাড়িতে রয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।

সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ৭নং ওয়ার্ড মেম্বার আলী আহমদ জাকেল।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2v9xouZ

August 06, 2017 at 10:06PM
06 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top