নয়াদিল্লি, ৬ আগস্টঃ পেনশন শুরু করার জন্য অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মীরা অবসরের দিনই পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও হাতে পাবেন। এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে থাকা কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তর।
নির্দেশিকায় জানানো হয়েছে, কর্মীদের অবসরের দিন তাদের হাতে যেন পেনশন সংক্রান্ত কাগজপত্র তুলে দেওয়া হয়। ফলে পেনশন চালুর জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর ব্যাংকে ছুটতে হবে না।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংখ্যা ৪৮ লক্ষ এবং পেনশনভোগীর সংখ্যা ৫৩ লক্ষ।
ছবিঃ ফাইল চিত্র
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ug5gYp
August 06, 2017 at 10:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন