বার্সেলোনা, ০৪ আগস্ট-ফুটবল বিশ্বে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু নেইমারের দলবদল। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) যোগ দিলেন ব্রাজিলিয়ান তারকা। ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফারে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি দেন নেইমার। তবে নেইমারের এ দলবদলে মোটেও ইচ্ছে ছিল না তার বাবা নেইমার সিনিয়রের। ছেলেকে পিএসজিতে দেখতেচাইছিলেন না তার পিতা। সংবাদমাধ্যমকে এমন তথ্য দিলেন নেইমার নিজেই। সামাজিকমাধ্যম ইন্সটাগ্রামে এক ভিডিও বার্তায়ও নেইমার এমনটা জানিয়েছেন। শুধু তাই নয় নেইমার আরোবলেন, জীবনে দ্বিতীয়বারের মতো পিতাকে অসম্মতি জানিয়েছি আমি। মেসি ও সুয়ারেজের সঙ্গে জুটি বেঁধে বল পায়ে যা করেছি তা ইতিহাস। একজন খেলোয়াড় যা জিততে পারে তার সবই জিতেছি আমি। কিন্তু একজন খেলোয়াড়ের জন্য চ্যালেঞ্জ মোকাবিলারও দরকার হয়। এবং জীবনে দ্বিতীয়বারের মতো আমি আমার পিতার মতের বিরুদ্ধেগেলাম। বাবা, আমি বুঝতে পারছি এবং তোমার মতামতকে শ্রদ্ধা জানাই আমি। তবে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আমি চাইবো, তুমি বরাবরের মতোই আমাকে সমর্থন যোগাবে। এমএ/ ১০:৩২/ ০৪ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2v4a8OS
August 05, 2017 at 04:34AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন