মালদা, ১৯ আগস্টঃ উত্তরবঙ্গে তুমুল বৃষ্টির পর থেকেই তৈরি হয়েছিল বন্যা পরিস্থিতি। কিন্তু বৃষ্টি বন্ধ হওয়ার পরও বন্যা পরিস্থিতির অবনতি হতে থাকে মালদায়। একেই মহানন্দা নদীর বাঁধ ভেঙেছে বিভিন্ন জায়গায়। পাল্লা দিয়ে বাড়ছে জলস্তর। উপরন্তু শনিবার থেকে ফের গঙ্গার জল বাড়তে থাকায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এদিন দুপুর ২টা পর্যন্ত গঙ্গার জলস্তর ছিল ২৪.৫৭ মিটার। যা বিপদসীমার চেয়ে মাত্র ১২ সেন্টিমিটার কম। মহানন্দার জলস্তর ছিল ২৩.০৫ মিটার। যা বিপদসীমার ১.৩০ মিটার ওপর দিয়ে বইছে। মহানন্দার জল বাড়তে থাকায় মালদা শহরের ২১ নম্বর ওয়ার্ডের খাসপাড়ায় নতুন করে জলমগ্ন বেশ কিছু পরিবার। উদ্ধারকার্যে এলাকায় নামানো হয়েছে নৌকা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2waYlju
August 19, 2017 at 06:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন