ঢাকা, ১৯ আগষ্ট- দেশের উত্তরবঙ্গসহ কয়েকটি অঞ্চলে বন্যা হচ্ছে। বন্যার্তদের নিয়ে চিন্তিত সারা দেশের মানুষ। অভিনয়শিল্পীরাও এর বাইরে নন। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এ ব্যাপারে সবাইকে একসঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি তিনি তাঁর অফিশিয়াল ফেসবুকে পেজে স্ট্যাটাসে লিখেছেন, বন্যা পরিস্থিতি ভয়াবহ দিকে যাচ্ছে, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দরকার সবাই মিলে পরিস্থিতি মোকাবিলা করা। ত্রাণ, স্বেচ্ছাসেবা যে যেটা দিয়ে পারি একসঙ্গে কাজ করি সবাই চলেন। তিশা আরো বলেন, আমাদের টিম ত্রাণ নিয়ে কাজ করছে এমন সংগঠনের সঙ্গে কো-অর্ডিনেশন করে কাজ করছে। আসুন প্যানিক না করে, কাজ করি। আর প্রার্থনা করি উজানে যেন বৃষ্টি কমে। বর্তমানে তিশা আসছে ঈদুল আজহা উপলক্ষে বেশ কিছু একক ও ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তাঁর অভিনীত ডুব চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবিটিতে তিশা বলিউড তারকা ইরফান খানের বিপরীতে অভিনয় করেছেন। ছবিটিতে আরো অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, টলিউডের পার্নো মিত্র প্রমুখ। ছবিটি বাংলাদেশের জাজ মাল্টি মিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়াও যৌথভাবে প্রযোজনা করছে ভারতে এস কে মুভিজ। এ ছাড়া ছবির সহপ্রযোজক হিসেবে আছেন ইরফান খান। আর/১৭:১৪/১৯ আগষ্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uSbWMD
August 20, 2017 at 12:40AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন