ফেনী, ২৯ আগষ্ট- জনপ্রিয় অভিনেত্রী থেকে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী হয়ে উঠেছেন বাংলাদেশে এমন উদাহরণ অনেক। এমনি একজন জনপ্রিয় অভিনেত্রী রোকেয়া প্রাচী। তিনি যেমন একজন সুঅভিনেত্রী-নির্মাতা, তেমনি একজন আবৃত্তিকারও। অভিনয় ও ছবি নির্মাণে অবদান রাখায় রোকেয়া প্রাচী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কারের জন্য একাধিক বার যেমন মনোনীত হয়েছেন, তেমনি পুরস্কৃতও হয়েছেন। তবে এবার অভিনেত্রী থেকে নেত্রী হতে চান রোকেয়া প্রাচী। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ ( সোনাগাজী) আসন থেকে আওয়ামী লীগের মনোননয়ন প্রত্যাশা করছেন রোকেয়া প্রাচী। প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে তিনি নির্বাচনী এলাকায় গিয়েছেন। বিভিন্ন সংগঠনের অনুষ্ঠানে উপস্থিতও থেকেছেন। সূত্রমতে, রোকেয়া প্রাচীকে ফেনী-৩ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যে সমর্থন দিয়েছে ফেনী জেলা শ্রমিক লীগ। গেল ৫ জুলাই ফেনী শহরে ঈদুল ফিতরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তাকে সমর্থন ঘোষণা করেন শ্রমিক লীগ সভাপতি শামসুদ্দোহা দুলাল ও সাধারণ সম্পাদক জালাল আহম্মদ হাজারী। ঈদপুনর্মিলনীর ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম। আর বিশেষ অতিথির চেয়ার পেয়েছিলেন ফেনী-৩ আসনে নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থী রোকেয়া প্রাচী। সভা শেষে রোকেয়া প্রাচী নেতাদের সঙ্গে তোলা ছবি তার ফেসবুকে পোস্ট দেন। তাতে লেখেন, পিতৃতুল্য নিবেদিত নেতা মুক্তিযোদ্ধা, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বি কম ভাই, সাথে জেলা শ্রমিক লীগের আমার প্রিয় পরিবারের মানুষেরা....অসাধারণ ভালো সময় ... আছি সাথে...সুখে দুঃখে...সব সময়...আজীবন....জয় বাংলা..জয় বঙ্গবন্ধু। রোকেয়া প্রাচী অবশ্য বলেছেন, আগামী নির্বাচনে ফেনী-৩ আসন থেকে জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন আমরা সবাই মিলে তাকে বিজয়ী করতে কাজ করে যাব। নৌকার বিজয়ে আমরা সবাই এক ও অভিন্ন। এবারের ঈদুল আজহায় রোকেয়া প্রাচী তার নির্বাচনী এলাকায় আবারো যাবেন এমন ইঙ্গিত পাওয়া গেছে। মূলত, রোকেয়া প্রাচীর শৈশব কেটেছে ঢাকার মিরপুরে। তিনি ঢাকার আইডিয়াল মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও পরে লালমাটিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশ টেলিভিশনে জয় পরাজয় নাটকে অভিনয়ের মাধ্যমে টিভি নাটকে তার যাত্রা শুরু। ১৯৯৭ সালে দুখাই ছবিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু। তার পরপর তিনটি ছবি অস্কারের জন্য মনোনীত হয়েছিলো। আর/১০:১৪/২৯ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gnzdjd
August 30, 2017 at 04:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top