মুম্বাই, ১৩ আগস্ট- বিতর্কটা বেশ কয়েকদিন ধরে চলছিল। ভারতে নাবালক-নাবালিকাদের বিয়ে আটকানোর জন্য কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে। চলছে জোরালো প্রচার। সেখানে টেলিভিশন সিরিয়ালে কেন দেখানো হচ্ছে নাবালকের বিয়ে? ভারতের একটি টিভি সিরিয়ালে নাবালক ছেলের সঙ্গে এক তরুণীর বিয়ের পর ফুলশয্যার ঘটনা দেখানোকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়েছে সচেতন দর্শক ও জনতা। প্রতিবাদ জানিয়েছেন অনেকে। কেউ-কেউ এটিকে সামাজিক শালীনতাবিরোধী বলে উল্লেখ করে সমালোচনা করেছেন কঠোর ভাষায়। জি-নিউজের খবরে বলা হয়, পেহরেদার পিয়া কি নামে হিন্দি সিরিয়ালে ১০ বছর বয়সী এক বালকের সঙ্গে প্রাপ্তবয়স্ক কনের বিয়ে হয়। পরে তাদের ফুলশয্যা দেখানো হয়েছে। সামনে তাদের লন্ডনে মধুচন্দ্রিমাও দেখানোর কথা রয়েছে। আর এতেই ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা। ইতোমধ্যে সিরিয়ালটির প্রতিবাদ জানিয়ে ৫০ হাজার স্বাক্ষর জমা পড়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানির কাছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি ব্রডকাস্টিং কন্টেন্ট কমপ্লেন্টস কাউন্সিলকে (BCC) নির্দেশ দিয়েছেন। যদি সিরিয়ালটি সত্যিই দেখার অযোগ্য হয় তাহলে সিরিয়ালটি বন্ধের নির্দেশও দেওয়া হতে পারে। তবে দর্শকরা ধারাবাহিকের পুরো গল্প না জেনে অকারণেই প্রতিবাদ জানাচ্ছেন বলে দাবি পেহরেদার পিয়া কি -র মুখ্য চরিত্র তেজস্বী প্রকাশ। এই ধারাবাহিকে তেজস্বীর সঙ্গে অভিনয় করছেন শিশু শিল্পী আফান খান। আফানই এই ধারাবাহিকে তেজস্বীর নাবালক স্বামী।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2w1Mcg3
August 13, 2017 at 07:04PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন