মুম্বাই, ১৩ আগস্ট- বরাবরের মতো এবারও ঈদে বক্স অফিস মাত করতে চেয়েছিলেন সালমান খান। কিন্তু সেই আশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। কারণ তাঁর মুক্তিপ্রাপ্ত ছবি টিউবলাইট তেমনভাবে জ্বলে উঠতে পারেনি। গত ২৩ জুন মুক্তি পাওয়া কবির খান পরিচালিত ছবিটির জন্য পরিবেশকরা অগ্রিম বুকিং দিয়ে রেখেছিলেন। কিন্তু মুক্তি পাওয়ার পরই দর্শকদের হলমুখী করতে ব্যর্থ হয়। এতে পরিবেশকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হন। আর্থিক ক্ষতিগ্রস্ত পরিবেশকরা তাঁদের ক্ষতিপূরণ দাবি করে বসেন। চলচ্চিত্র বাণিজ্যবিষয়ক বিশ্লেষক কোমল নাথা টুইটারে জানান, পরিবেশকদের ক্ষতিপূরণের অর্থ ফেরত দিতে রাজি হয়েছেন সালমান খান। বলিউড হাঙ্গামা জানায়, সালমানের বাবা সেলিম খান মুম্বাইয়ের পরিবেশকদের সঙ্গে আলোচনা করে এ টাকা ফেরত দিতে সম্মত হয়েছিলেন। এর আগে সালমান পরিবেশকদের জুলাইয়ের শেষের দিকে ক্ষতিপূরণের টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু ওই সময় টাইগার জিন্দা হ্যায় ছবির শুটিংয়ের জন্য দেশের বাইরে ছিলেন তিনি। সালমান খান শুটিং শেষে দেশে ফিরলেই মহারাষ্ট্রের এন এইচ স্টুডিওর পরিবেশক শ্রেয়ানস হিরওয়াতকে ৩২ দশমিক ৫ কোটি রুপি ফেরত দিচ্ছেন বলে শোনা যাচ্ছে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wTWxrN
August 13, 2017 at 06:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top