নিজস্ব প্রতিবেদক: সিলেটের ঐতহ্যবাহী মুরারীচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলার অভিযোগপত্র দাখিল করেছে মহানগর শাহপরাণ থানা পুলিশ। অভিযোগপত্রে মামলার এজহার নামীয় ১০জনকে আসামী করা হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার এসআই জয়ন্ত কুমার।
তিনি জানান- গত ২৩ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তবে আদালতে এখনও অভিযোগ পত্র গৃহিত হয়নি। মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে অভিযোগপত্রে অভিযুক্ত করা হয়েছে।
শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন অভিযোগপত্র দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান- পুলিশ তদন্ত শেষে দ্রুত সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। অভিযোগপত্রে মামলার এজহার নামীয় আসামিদের নাম উল্লেখ করা হয়েছে। প্রধান আসামীসহ অন্যান্য আসামীদেরকে কেন গ্রেফতার করছে না এমন প্রশ্নে ওসি জানান, পুলিশ আসামীদেরকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রেখেছে। কিন্তু আসামীদেরকে খোঁজে পাওয়া যাচ্ছে না।
সিলেট সদর থানা জিআরও নিহার রঞ্জন জানান- এমসি কলেজ ছাত্রবাস ভাংচুরের মামলায় অভিযোগপত্র আদালতে প্রেরণ করেছে গত (৩০ জুলাই)। কিন্তু এখনও অভিযোগপত্র আদালতে গৃহিত হয়নি। আগামী (৬ আগস্ট) অভিযোগপত্রের ওপর আদালতে শুনানী হবে।61
আদালত সূত্রে জানা যায়- আধিপত্যকে কেন্দ্র করে টিলগড় কেন্দ্রীক ছাত্রলীগের টিটু চৌধুরীর অনুসারিরা প্রতিপক্ষকে ঘায়েল করতে এ হামলার ঘটনা ঘটায়। এরপর এ ঘটনায় শাহপরাণ থানায় কলেজ কর্তৃপক্ষ রহস্যজনক কারণে মামলা না করে সাধারণ ডায়রি করেন। এরপর আদালতের নির্দেশে রোববার (১৬ জুলাই) থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ। মামলায় টিটু চৌধুরীসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়।
মামলার আসামিরা হলেন- টিটু চৌধুরী, রবিউল আলম, শিহাব, সুুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাওয়ার আবদুল মান্নানের ছেলে কাউসার, তাহিরপুর উপজেলার রতনশ্রী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে শাওন, সুনামগঞ্জ সদরের অচিন্ত্যপুর এলাকার ইলিয়াস মিয়ার ছেলে রাফিজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলার কাজীপুর গ্রামের অরবিন্দ চৌধুরীর ছেলে নিউটন চৌধুরী, তাহিরপুর উপজেলার কালিজুড়ি রামনগর এলাকার আব্দুল হাসিমের ছেলে সোহাগ মিয়া ও মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ গ্রামের সুভাষ আচার্য্যরে ছেলে সৌরভ আচার্য্য।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2unu3Vu
August 03, 2017 at 08:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন