লাকসামে বিদ্যালয় কর্মচারীকে কুপিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক ● লাকসাম উপজেলার আতাকরা উচ্চ বিদ্যালয় ও কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী খোরশেদ আলম চৌধুরীকে এবার কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার আতাকরা গ্রামে তার উপর এ সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর আগে গত রবিবার ওই কলেজ ক্যাম্পাসে ঢুকে খোরশেদ আলমের উপর একদল সন্ত্রাসী হামলা চালায়।

এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে পরদিন সোমবার কলেজ ক্যাম্পাসে এক মানববন্ধন কর্মসূচীও পালিত হয়। এছাড়া ওই ঘটনায় সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন খোরশেদ আলম চৌধুরী জানান, রবিবার কলেজের পাশের রামারবাগ গ্রামের আনোয়ার হোসেন ও তারেকের নেতৃত্বে একদল সন্ত্রাসী ক্যাম্পাসে ঢুকে আমার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমাকে অফিস থেকে ডেকে নিয়ে বেধড়ক মারপিট করে আহত করে তারা। আহত হওয়ার পর আমি লাকসাম সরকারি হাসপাতাল ও কুমিল্লা মেডিক্যাল কলেজে চিকিৎসা নেই। এতে কিছুটা সুস্থ্য হয়ে গতকাল বুধবার রাতে বাড়িতে ফেরার পথে ওই সন্ত্রাসীরা ফের আমার উপর অতর্কিত হামলা করে।

এ সময় সন্ত্রাসীরা প্রথমে আমাকে পিটিয়ে এরপর এলোপাতাড়ি কোপাতে থাকে।

পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। তাকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিত এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে আতাকরা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো.দেলোয়ার হোসেন ফারুক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই সন্ত্রাসীরা এর আগেও কলেজে এবং খোরশেদ আলম চৌধুরীর উপর হামলা চালিয়েছে। বুধবার রাতে তাকে হত্যার উদ্দেশ্যেই ফের এ হামলা চালানো হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আনোয়ার হোসেন। নিজেকে স্থানীয় উত্তরদা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দাবি করে আনোয়ার বলেন, আমরা এই ঘটনা সম্পর্কে কিছুই জানি না। আমাদের বিরুদ্ধে করা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং শত্রুতামূলক।

The post লাকসামে বিদ্যালয় কর্মচারীকে কুপিয়ে হত্যার চেষ্টা appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2w9YC34

August 03, 2017 at 08:15PM
03 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top