জ্যামাইকা, ০৩ আগস্ট- প্রথম বারের মতো সিপিএলে ডাক পেয়েছে বাংলাদেশের নতুন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। খেলার উদ্দেশ্য ইতিমধ্যেই বাংলাদেশ ত্যাগ করেছেন মিরাজ। সিপিএলের নিয়মিত মুখ সাকিব আল হাসান। তিনিও ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন। সাকিব খেলবেন জ্যামাইকা তলাওয়াসের দলের হয়ে। অন্যদিকে শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সে খেলবেন মিরাজ। সাকিব, তামিম, মাশরাফি, আশরাফুল, রিয়াদ, মোস্তাফিজ, মুসফিকের পর প্রথমবারের মত বিদেশী কনো ক্রিকেট লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজ গেছেন মেহেদী হাসান মিরাজ। আগামীকাল প্রথম ম্যাচে ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, গ্রোস আইলেটে সেন্ট লুসিয়া স্টার্স বিপক্ষে খেলবে মিরাজের দল নাইট রাইডার্স। আর এই ম্যাচ দিয়েই অভিষেক হতে পারে মিরাজের। খেলাটি শুরু হবে আগামি কাল সকাল ৭ টায়। জমজমাট এই খেলাটি সরাসরি দেখাবে সনি ইএসপিএনে। মিরাজের সাথে ত্রিনবাগো নাইট রাইডার্সে খেলবেন হাশিম আমলা, রনসফোর্ড বিটন, ডোয়াইন ব্রাভো, ড্যারিন ব্রাভো, কেভিন কুপার, হামজা তারিক, ব্রেন্ডন ম্যাককালাম, নিকিতা মিলার, কলিন মুনরো, শুনিল নারিইন, উইলিয়াম পার্কিনস, অ্যান্ডারসন ফিলিপ, ডিনেশ রামদিন, হ্যাভন শেয়ারলেস, শাহদাব খান। এমএ/ ০৮:১৮/ ০৩ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vwejoe
August 04, 2017 at 02:20AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন