মুম্বাই, ০৩ আগস্ট- অমিতাভ বচ্চনের পাশে কে এই অপূর্ব সুন্দরী নারী? সকলের মনের কোণে উঁকি দিচ্ছিল এই একটি প্রশ্ন। কাল ছিল ভোগ বিউটি অ্যাওয়ার্ডস। রেড কার্পেটে এঁকে দেখেই ক্যামেরার ফ্ল্যাশ, আলোর ঝলকানি। সেক্যুইনড লং ড্রেসে দারুণ লাগছিল তাঁকে। হঠাৎই সবাইকে অবাক করে পাশে এসে দাঁড়ালেন অমিতাভ বচ্চন। জড়িয়ে ধরলেন তাঁর কোমর। দুষ্টু হাসি খেলে গেল সেই নারীর ঠোঁটে। এখানেই অবাক হওয়ার শেষ নয়। পেছন-পেছন এলেন জয়া বচ্চন ও শ্বেতা বচ্চন। শ্বেতা খুব একটা আসেন না এ ধরনের জাঁকজমকের অনুষ্ঠানে। তবে মায়ের সঙ্গে আসতেই পারেন। তাঁরাও এসে দাঁড়ালেন অমিতাভ বচ্চনের পাশাপাশি। এলেন পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চনও। নেই শুধু অভিষেক বচ্চন। থাকলে পুরো ফ্যামিলি অ্যালবাম কমপ্লিট! ক্লিক, ক্লিক। ডেকে উঠল ফোটোশিকারীদের ক্যামেরা। জানতে ইচ্ছে করছে কে ইনি? একটুআধটু আন্দাজ করতে পেরেছেন বোধহয়। সেই ছোট্ট নব্যা নাভেলি নন্দা এখন এতটাই বড় হয়ে গিয়েছেন যে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। সময় বহিয়া যায়, নদীর স্রোতের প্রায়। শাহেনশা বৃদ্ধ হতে পারেন, কিন্তু তাঁর পরিবারবর্গই যে তাঁকে নবীন করে রেখেছেন। নাতনির পাশে রেড কার্পেটে এই প্রথম ছবি অমিতাভ বচ্চনের। মনের খাতায় অনেকদিন লিখে রাখবেন তিনি।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2u73WqO
August 04, 2017 at 02:17AM
03 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top