ঢাকা, ২২ আগষ্ট- বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের কিংবদন্তি অভিনেতা ছিলেন নায়করাজ রাজ্জাক। সোমবার ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। নায়ক রাজের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনের পাশাপাশি গোটা দেশেই শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোক প্রকাশ করেছেন অসংখ্য ভক্ত-শুভাকাঙ্খি। বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমও শোকার্ত। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন, আমাদের দেশের কিংবদন্তি অভিনেতা আবদুর রাজ্জাক আজ (সোমবার) না ফেরার দেশে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সর্বশক্তিমান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তার পরিবারের প্রতি রইল সমবেদনা। হৃদরোগে আক্রান্ত হলে রাজ্জাককে সোমবার বিকাল ৫টা ২০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়করাজ। আর/০৭:১৪/২২ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2im5F5V
August 22, 2017 at 02:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top